নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি. স.): লকডাউন পরিস্থিতিতে গরীবরা পর্যাপ্ত পরিমাণে অত্যাবশ্যক পণ্য থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি হাতে নগদ টাকা না থাকায় দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে তাদের বলে বৃহস্পতিবার দাবি করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম।
বৃহস্পতিবার নিজের টুইট বার্তায় বর্ষীয়ান এই কংগ্রেস নেতা দাবি করেন, প্রয়োজনীয় রেশন এবং আর্থিক সাহায্য সাধারণ মানুষকে করছে না সরকার। কংগ্রেস দীর্ঘদিন ধরে এই দাবি কেন্দ্রের কাছে করে আসছিল। এরপরও কেন্দ্রের তরফে কোনও হেলদোল দেখা যায়নি। এদিন একটি ইংরেজি দৈনিকে অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও আরবিআই প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের লেখা টুইটারে পোস্ট করেন পি চিদাম্বরম।
উল্লেখ করা যেতে পারে এই অর্থনীতিবিদের মধ্যে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে গরীবদের হাতে নগদ টাকা তুলে দেওয়ার দাবি জানিয়েছিল। এছাড়াও পি চিদাম্বরম একটি ছবি পোস্ট করেন সেই ছবিতে দেখা যাচ্ছে দুস্থ বাবা মা নিজের কাঁধের সন্তানদের নিয়ে হাতে বাক্স নিয়ে দীর্ঘ পথ পেরিয়ে চলেছেন। ছবিটি প্রসঙ্গে পি চিদাম্বরম লিখেন, সততার পথে চলা পরিশ্রমী গরীব মানুষদের ভিক্ষা করতে বাধ্য করা হচ্ছে।