নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি. স.) : ট্রেনিং শেষে সেনাকর্মীদের উত্তর ও পূর্ব সীমান্তে পৌঁছে দিতে আগামী শুক্র ও শনিবার চালানো হবে দু’টি বিশেষ ট্রেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে রেলকে অনুমতি দিয়েছে। ১৭ এপ্রিল অর্থাৎ শুক্রবার একটি ট্রেন ছাড়বে বেঙ্গালুরু থেকে। তারপর বেলগাম, সেকেন্দ্রাবাদ, আম্বালা হয়ে ২০ এপ্রিল পৌঁছবে জম্মুতে। অপর ট্রেনটি বেঙ্গালুরু থেকে ছাড়বে ১৮ এপ্রিল। অর্থাৎ শনিবার। ট্রেনটি বেলগাম, সেকেন্দ্রাবাদ, গোপালপুর, হাওড়া, এনজেপি হয়ে ২০ তারিখে পৌঁছবে গুয়াহাটিতে।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, বেঙ্গালুরু, বেলগাম, সেকেন্দ্রাবাদ এবং গোপালপুরে রয়েছে সেনাবাহিনীর এ এবং বি ক্যাটেগরির ট্রেনিং সেন্টার। সেখান থেকে কয়েকশ সেনাকর্মীকে পৌঁছে দেওয়া হবে উত্তর ও পূর্ব সীমান্তে। যাঁদের সীমান্তে ডিউটিতে জয়েন করার কথা আছে, তাঁরাই ওই ট্রেনে উঠবেন। যাঁরা আগে নির্দিষ্ট সময় কোয়ারান্টাইনে থেকেছেন এবং যাঁদের শরীরে কোনও রোগ নেই, একমাত্র তাঁরাই ওই ট্রেনে ওঠার সুযোগ পাবেন।