BRAKING NEWS

করোনা আক্রান্ত দুজন রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ করোনা ভাইরাসে আক্রান্ত রাজ্যের দুজন রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে৷ তাদের চিকিৎসা চলছে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ আজ সন্ধ্যায় সচিবালয়ে তাঁর অফিস কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন৷ তথ্য দিয়ে তিনি জানান, বর্তমানে রাজ্যে গৃহ পর্যবেক্ষণে আছেন ৬০৬ জন৷ ফেসিলিটি সার্ভিলেন্সে আছেন ১৮৫ জন৷ এখন পর্যন্ত ৪৮৩ জনের নমুন সংগ্রহ করা হয়েছে৷ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯৭ জনের৷ এরমধ্যে দুই জনের পজিটিভ এসেছে৷ ইতিমধ্যে ৯৮৮৮ জন তাদের ১৪ দিনের পর্যবেক্ষণের মেয়াদ শেষ করেছেন৷


শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী মজত রয়েছে৷ রাজ্যের হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সামগ্রী মজত রয়েছে৷ ক’ষি শ্রমিক, চা বাগানের শ্রমিকগণ যেন সামাজিক দূরত্ব রক্ষা করে কাজ করতে পারেন সে বিষয়ে সরকার দেখছে৷ তিনি বলেন, মানব সভ্যতা বাঁচিয়ে রাখতে, সবাইকে সুুস্থ রাখতে রাজ্য সরকার কাজ করছে৷ এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *