নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ অনিয়ম বা অবহেলার সঙ্গে কোনও আপস নয়৷ জনস্বার্থ সর্বাগ্রে গুরুত্বপূর্ণ৷ ফের এমনই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ঊনকোটি জেলার আরজিএম হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডা. যদুমোহন ত্রিপুরাকে৷ তাঁকে সরিয়ে ধলাই জেলায় মেডিক্যাল অফিসার পদে অবনমন করা হয়েছে৷
কিছু দিন আগে ঊনকোটি জেলার আরজিএম হাসপাতালের নার্সরা অভিযোগ করছিলেন, তাঁরা পর্যাপ্ত পরিমাণে মেডিক্যাল সরঞ্জাম পাচ্ছেন না৷ সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সরবরাহ থাকলেও, তদন্তে সেই অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং এ ক্ষেত্রে মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্টের কর্তব্যে গাফিলতির প্রাথমিক প্রমাণ পাওয়া যায়৷
এরই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশে মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যদুমোহন ত্রিপুরাকে৷