নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ পারিবারিক বিরোধের জেরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে এক যুবক৷ ঘটনা উনকোটি জেলার কৈলাসহরের শ্রীরামপুর এলাকায়৷ বর্তমানে ঐ যুবক হাসপাতালে চিকিৎসাধীন৷
জানা যায় স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল দীপঙ্কর দাস নামে শ্রীরাম পুরের এক যুবকের৷ এ নিয়ে সালিশি সভাও হয়েছে৷ কিন্তু বিবাদ মিটছেনা৷ তিতিবিরক্ত হয়ে দীপঙ্কর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে দমকলবাহিনীর জওয়ানরা উনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে৷ অবস্থা সঙ্কটনজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ এ ব্যাপারে কৈলাসহর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷