নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় দেশে লকডাউন চলছে৷ তা আরও বাড়বে, সেই সম্ভাবনা প্রবল৷ তাই, ত্রিপুরায় বিভিন্ন ইটভাট্টায় কর্মরত পরিযায়ী শ্রমিকদের জন্য এককালীন ১,০০০ আর্থিক সহায়তা এবং বিনামূল্যে রেশন সামগ্রী প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ তাঁর ফেসবুকে এই ঘোষণা করেছেন৷ তিনি জানান, ত্রিপুরার বিভিন্ন ইটভাট্টায় কর্মরত ২১,৮৯৯ জন পরিযায়ী শ্রমিকদের আর্থিক এবং রেশন সামগ্রী দিয়ে সহায়তা করা হবে৷ তিনি বলেন, করোনা মোকাবিলায় সারা দেশব্যাপী লকডাউনের জন্য ত্রিপুরায় ইটভাট্টাগুলিতে কাজ বন্ধ৷ এগুলিতে অনেক পরিযায়ী শ্রমিক রয়েছেন, তাঁদেরও জীবনজীবিকায় প্রভাব পড়েছে৷ তাই ত্রিপুরা সরকার তাদের সহায়তা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে৷
তিনি বলেন, ইটভাট্টাগুলিতে কর্মরত শ্রমিকদের প্রত্যেককে ১,০০০ টাকা করে আর্থিক সহায়তা এবং ২০ দিনের রেশন সামগ্রী বিনামূল্যে প্রদান করা হবে৷ তাঁর আশ্বাস, এই সংকটের মুহূর্তে সর্বস্তরের মানুষের সেবায় ত্রিপুরা সরকার কোনও ত্রুটি করবে না৷