নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল ৷৷ এডিনগর থানার পুলিশ দুই নেশা কারবারীকে পাকড়াও করেছে৷ তারা হল জয়ন্ত দেবনাথ ও পিন্টু মিঞা৷ জানা যায়, দীর্ঘদিন ধরেই তারা নেশা সামগ্রী বিক্রি করে চলেছিল৷ এর ফলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে কল্যুষিত হচ্ছে৷
স্থানীয় জনগণ তাদের দিকে নজর রেখে চলছিল৷ শনিবার তাদেরকে পাকড়াও করে উত্তমমধ্যম দিয়ে এডিনগর থানার পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরেই তারা নেশা কারবারের সাথে জড়িত আছে৷ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি উঠেছে৷