নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল ৷৷ বিজেপির ৪০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শনিবার আগরতলায় পুরনিগমের সাফাই কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা৷ সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা বলেন, করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে এবছর দলের ৪০তম প্রতিষ্ঠা দিবসে কোন ধরনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা হয়নি৷
কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছেন প্রত্যেক কর্মকর্তা যাতে ৪০ জনের সঙ্গে জনসংযোগ স্থাপন করে তাদের স্বাক্ষর সংগ্রহ করেন৷ পাশাপাশি সামাজিক কাজে নিয়োজিত লোকজনদের সম্মাননা প্রদানের জন্যও বলা হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে বিজেপির ৪০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আগরতলা পুরনিগমের ৪০জন পুর সাফাই কর্মীকে শংসাপত্র প্রদান করে সম্মানিত করা হয়৷ তারা জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা প্রদান করে চলেছে বলে বিজেপির প্রদেশ সভাপতি অভিমত ব্যক্ত করেন৷ তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন৷