শ্রীনগর, ১২ এপ্রিল (হি. স.): করোনা আক্রান্ত সেনাবাহিনীর এক জওয়ান। জানা গিয়েছে রবিবার সকালে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় বসবাসকারী ওই জওয়ানের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। ফলে সব মিলিয়ে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৫।প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে সাম্বা জেলার চক রামচন্দ এলাকার বাসিন্দা ওই সেনা জওয়ান ১৯ মার্চ থেকে নিজের ঘরে আইসোলেশনে ছিল। রবিবার তার লালারসের পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। এরপরেই দ্রুত তাকে জে এম সি হাসপাতালে পাঠানো হয়। ওই জওয়ানের স্ত্রীয়ের রিপোর্ট এখনো আসা বাকি। উল্লেখ করা যেতে পারে এর আগে শনিবার জম্মু-কাশ্মীরে নতুন করে ১৭ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায় । ফলে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২৫।