নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ ডিজিটাল ক্লাস শুরু করতে চলেছে ত্রিপুরা সরকারঊ মূলত, লকডাউন চলাকালীন শিক্ষার্থীদের পড়াশোনায় কোনও রকম ব্যাঘাত না ঘটে, সেই লক্ষ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য শিক্ষা দফতর৷
শুক্রবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ভিডিও বার্তায় বলেন, রাজ্যের এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের প্রাইভেট টিউটর নেই৷ ফলে ক্লাস না হওয়ার দরুন এনসিইআরটি সিলেবাস অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে৷ এই সমস্যা দূর করতে সবদিক বিবেচনা করে শিক্ষক-শিক্ষিকারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কোচিং দেবেন শিক্ষার্থীদের৷ সময়সূচি পরে জানানো হবে, জানান তিনি৷
মুখ্যমন্ত্রীর কথায়, ঘরে বসেই ছাত্রছাত্রীরা যাতে শ্রেণিকক্ষের অনুভূতি পেতে পারে, এ-জন্যই এই সিদ্ধান্ত৷ তিনি আশা প্রকাশ করে বলেন, ত্রিপুরার সমস্ত অভিভাবক এ বিষয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন৷
প্রসঙ্গত, লকডাউনের ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে৷ সুকল যেমন বন্ধ রয়েছে৷ তেমনি গৃহশিক্ষকরাও লকডাউনের কারণে ছাত্রছাত্রীদের কোচিং দিতে পারছেন না৷