BRAKING NEWS

লকডাউনে ২০০ ড্রোনের সাহায্যে নজরদারি চালাচ্ছে গুজরাত পুলিশ

আহমেদাবাদ , ১১ এপ্রিল (হি.স.) : কড়াভাবে লকডাউন বাস্তবায়িত করতে তৎপর গুজরাত  প্রশাসন । চারিদিকে নজরদারি চালাতে ড্রোনের সাহায্য নিচ্ছে গুজরাত পুলিশ । ইতিমধ্যে ২০০টি ড্রোনের সাহায্যে কাজ করছে তারা ।

গান্ধিনগরের ডেপুটি পুলিশ সুপার জি জি জাসানি জানান, “এই ড্রোনগুলিতে যারা লকডাউন অমান্য করছে তাদের ভিডিয়ো রেকর্ড হচ্ছে । তার ভিত্তিতে ইতিমধ্যে ৭ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের প্রত্যেকেই লকডাউন অমান্য করে বাইরে বেরিয়েছিল । প্রত্যেককে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় পুলিশের নির্দেশ অমান্য করার অপরাধে গ্রেফতার করা হয়েছে ।”

আহমেদাবাদের ডেপুটি পুলিশ সুপার এস এইচ সারদা জানান, “ড্রোনের সাহায্যে আমরা নির্দিষ্ট জায়গায় পাখির মতো নজর রাখতে পারছি । শুধুমাত্র খোলা জায়গাগুলিতেই নয়, ব্যক্তিগত স্থানেও যাতে মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখে তাও এই ড্রোনগুলির মাধ্যমে নিশ্চিত করা যাচ্ছে । সম্প্রতি চারজন লকডাউন অমান্যকারীকে অপ্রয়োজনে রাস্তায় ঘুরতে দেখা যায় । ড্রোন দেখতে পেয়েই তারা পালায় । তবে, ড্রোনে মুখ দেখা যাওয়ার পরে আমরা তাদের পাকড়াও করি । কিছু জায়গায় পেট্রোলিং করা সম্ভব হয় না । তার সুযোগ নিচ্ছে অনেকেই । ড্রোনের সাহায্যে সেগুলিও বন্ধ করা সম্ভব হচ্ছে ।”
সুরাত পুলিশ সম্প্রতি সারথানা এলাকায় একটি বাড়িতে ড্রোনের সাহায্যে “পকোড়া পার্টির” হদিস পায় । তাদের মধ্যে ছয়জনকে গ্রেফতার করে পুলিশ । সুরাত পুলিশের তরফে জানানো হয়, “ড্রোনের সাহায্যে এখন নিচে থেকেও বিভিন্ন বাড়ির ছাদে নজর রাখা সম্ভব হচ্ছে ।”

ডেপুটি পুলিশ কমিশনার প্রশান্ত সাম্বে জানান, “সম্প্রতি তিনজনকে একটি আবাসনের কোনায় কার্ড খেলতে দেখা যায় । এছাড়াও রেসিডেন্সিয়াল সোসাইটিগুলিতে অনেককেই ক্রিকেট খেলতে দেখা গেছে ড্রোনের মাধ্যমে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *