নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১০ এপ্রিল৷৷ করোনা সংকট মোকাবিলায় লকডাউন চলছে সারা দেশেই৷ কিন্তু, সরকারী আদেশের একরকম তোয়াক্কা না করেই মানুষের অযাচিত ঘোরাফেরা ওই সংকট মোকাবিলায় সবচেয়ে বড় বাধা বলেই মনে হচ্ছে৷ আর তাতে, কারফিউ একমাত্র সমাধান বলেও আজ প্রমাণিত হয়েছে৷ উদয়পুর মহকুমায় চবিবশ ঘন্টার কারফিউ বলবৎ করা হয়েছিল৷ আশ্চর্য্যজনক ভাবে আজ সমগ্র মহকুমা শুনশান ছিল৷ প্রশাসনের কঠোর অবস্থান সত্বেও সন্ধ্যায় কিছু মহকুমাবাসী বাইরে বেরোনোর দুঃসাহাস দেখিয়েছিলেন৷
সন্ধ্যায় জেলা শাসকের অভিযানে চারজনকে পুলিশ আটক করেছে৷ শুধু তাই নয়, উদয়পুরে করোনা সংক্রমিত কোর এলাকা বলে ঘোষিত জায়গায় প্রতি তিনদিন অন্তর নাগরিকদের বাজারে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে৷ এক্ষেত্রে বাজারে যাওয়ার সময় রেশন কার্ড সাথে নিয়ে যেতে হবে৷ ওই রেশন কার্ডে প্রশাসনের তরফে সিল দেওয়া হবে এবং তিনদিন ওই ব্যক্তি বাজারে যেতে পারবেন না৷ আজ উদয়পুর মহকুমা প্রশাসনের তরফে উদয়পুর সেন্ট্রাল রোড, চক বাজার এলাকার বাসিন্দাদের জন্য ওই আদেশ বলবৎ করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে৷ আজ উদয়পুর মহকুমায় কারফিউ পুরো মাত্রায় সফল হয়েছে৷ মানুষের অযাচিত ঘোরাফেরা বন্ধ করা যাচ্ছে না বলে সাংবাদিক সম্মেলনে গোমতী জেলা শাসক টি কে দেবনাথ হতাশা ব্যক্ত করেছিলেন৷
কিন্তু, কারফিউ উদয়পুর মহকুমাবাসীকে গৃহবন্দী হতে বাধ্য করেছে৷ আর তাতে করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে৷ ফলে, ওই ভাইরাসের সাথে মোকাবিলায় ভবিষ্যতে কারফিউ একমাত্র মাধ্যম কিনা তা বিবেচনা করার সময় এসেছে বলে মনে করা হচ্ছে৷