BRAKING NEWS

রাজ্যেও এনএসইউআই’র প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল ৷৷ এনএসইউআই’র ৫০তম প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়৷ এ উপলক্ষ্যে আগরতলায় কংগ্রেস ভবনের সামনে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি রাকেশ দাস৷


রাজ্যের অন্যান্য জেলাতেও এনএসইউআই’র ৫০তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে৷ এনএসইউআই’র প্রদেশ সভাপতি রাকেশ দাস বলেন, করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদে সংগঠনের প্রতিষ্ঠা দিবসেও কোন ধরনের জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি৷ প্রদেশ সভাপতি বলেন, আগামীদিনে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তারা সামাজিক কর্মসূচিতে শামিল হতে বদ্ধপরিকর৷

সবাইকে এই ভয়ঙ্কর মারণব্যাধি থেকে মুক্তি পেতে ঘরে থাকতে এবং সুস্থ থাকতে সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *