করোনা : দ্বিগুণ বেতন নিতে নারাজ হরিয়ানার চিকিৎসকরা

চণ্ডীগড়, ১০ এপ্রিল (হি.স.) : করোনা যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেওয়া চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের বেতন দ্বিগুণ করার ঘোষণা করেছিলেন হরিয়ানা মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার । কিন্তু, ২৪ ঘণ্টার মধ্যেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে চিকিৎসকরা জানালেন, এখন পরিস্থিতি অতিরিক্ত বেতনের নয় । এখন কোনওভাবেই বেশি টাকা তাঁরা নিতে পারবেন না ।

গতকালই হরিয়ানা মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার জানিয়েছেন,যতদিন এই করোনা-যুদ্ধ চলবে, সংশ্লিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা দ্বিগুণ বেতন পাবেন।  করোনা সংক্রমণ রুখতে যে পুলিশকর্মীরা মোতায়েন হয়েছেন, তাঁদের কারও যদি কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়, তবে ৩০ লাখ টাকার বিমা দেওয়া হবে তাঁর পরিবারকে। যা নিতে অস্বিকার করেন কর্তব্যরত চিকিৎসকরা।মুখ্যমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে চিকিৎসকরা জানালেন, এখন পরিস্থিতি অতিরিক্ত বেতনের নয় । এখন কোনওভাবেই বেশি টাকা তাঁরা নিতে পারবেন না ।

উল্লেখ্য, এখনও পর্যন্ত হরিয়ানার ১৬৯ জন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *