চণ্ডিগড়, ১০ এপ্রিল (হি. স.) : ওডিশার পর এবার দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়াল পঞ্জাব। শুক্রবার বিকেলে এই সিদ্ধান্তের কথা জানাল পঞ্জাব সরকার।
শুক্রবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২,০০০ ছাড়িয়েছে। পঞ্জাবে আক্রান্ত ১৩২ জন। দেশে চলছে ২১ দিনের লকডাউন। এই পরিস্থিতিতে দিল্লি ও মুম্বই, যেকানে সংক্রমণের হটস্পট বেড়েই চলেছে, তাদের তরফে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানানো হয়েছে লকডাউনের সময়সীমা বাড়ানোর জন্যই। লকডাউনের ফলে দেশে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ভিন রাজ্যে কাজের জন্য গিয়েছিলেন যে শ্রমিকরা, তাঁরাও পড়েছেন অসুবিধায়। কিন্তু অতিমারির পরিস্থিতিতে প্রাণ বাঁচানো আরও বেশি জরুরি বলে মেনে নিচ্ছে সব রাজ্যই। দেশে জনঘনত্ব অনেক বেশি হওয়ার ফলে এখানে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখাও কঠিন। কোটি কোটি মানুষকে বস্তি এলাকায় বাস করতে হয়। সেখানে এগুলি মেনে চলা কঠিন বলে সংক্রমণ আরও ছড়ানোর আশঙ্কা করছেন অনেকেই।
প্রসঙ্গত, করোনার গ্রাসে গোটা বিশ্ব। ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একাধিক দেশ। ইটালি ছাড়িয়ে মারণ জীবাণুর ভরকেন্দ্র এখন আমেরিকা। মার্কিন মুলুকে করোনায় মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে প্রায় ১৭৮৩ জনের। গোটা পৃথিবীতে মৃতের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় ১৬ লক্ষ মানুষ। ভারতেও দাপট দেখাচ্ছে মারণ ভাইরাস। দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৯। মোট আক্রান্ত ৬৪১২। সেরে উঠেছেন ৫০৪ জন। এদিকে পশ্চিমবঙ্গে আক্রান্ত ৮০ জন। মৃত্যু হয়েছে ৫ জনের ।