BRAKING NEWS

কুমারঘাট মহকুমা শাসকের কাছে বিভিন্ন দাবীতে ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ হুশ ফিরলো কংগ্রেসের৷ মানুষের স্বার্থে কুমারঘাট মহকুমা শাসকের নিকট স্মারকলিপি দিলো কংগ্রেস৷ করোনা প্রতিরোধে রাজ্যে লকডাউন চলার ফলে সাধারণ মানুষ বিশেষ করে গরিব শ্রেণির মানুষ বর্তমানে চরম সঙ্কটে৷ ইতিমধ্যেই তাদের সাহায্যে এগিয়ে এসেছেন অনেকেই৷ কিন্তু তাদের কথা ভাবার সময়টুকু ছিলোনা সর্বভারতীয় রাজনৈতিক দল কংগ্রেসের রাজ্যের কুমারঘাটেত নেতৃত্বদের কাছে৷ অবশেষে হোস ফিরলো দলের কুমারঘাট এবং ফটিকরায়ের কংগ্রেস নেতৃত্বের৷

তবে মানুষের হাতে খাবার তুলে দেওয়া নয়, বর্তমান লকডাউন পরিস্থিতিতে কুমারঘাট মহকুমার বিভিন্ন দুস্থদের সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানের জন্য মহকুমা শাসকের নিকট স্মারক লিপি তুলে দেওয়া হলো মহকুমার ফটিকরায় এবং পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে৷ নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রাখু দাস৷ তাছাড়া এদিন দলের তরফ থেকে মহকুমার পুলিশ কর্মীদের জন্য মহকুমা পুলিশ আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় কিছু মাক্স ও সাবান৷

এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকরায় ব্লক কংগ্রেস সভাপতি কার্তিক সূত্রধর, পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অর্ধেন্দু দাসগুপ্ত, ফটিকরায় যুব কংগ্রেস সভাপতি আলিমূল ইসলাম প্রমুখ৷ যাই হোক বর্তমানের এই সঙ্কটময় পরিস্থিতিতে নিজেদের অস্তিত্বের জানান দেবার জন্য হলেও অবশেষে দুই বিধানসভার পঞ্চপাণ্ডবদের হোস ফিরলো বলা চলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *