ভুবনেশ্বর, ৯ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের প্রকোপ নিয়ে আগামী ১১ এপ্রিল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞ মহলের ধারণা, ওই বৈঠকের পরই সম্ভবত দেশে বাড়তে পারে লকডাউনের মেয়াদ। কিন্তু, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই ওডিশায় ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিলেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে নবীন পট্টনায়েকের অনুরোধ, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত যেন ওডিশায় রেল ও উড়ান পরিষেবা চালু না করা হয়। এখানেই শেষ নয়, ওডিশায় আগামী ১৭ জুন পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ওডিশায় প্রথম রাজ্য লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিল।