নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি. স.): কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রতিটি রাজ্যের কৃষিমন্ত্রীদের করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রতিটি রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। সেখানে তিনি বলেন, ক্ষেত থেকে ফসল কাটার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে হবে। কৃষকরা যাতে উপার্জন করতে পারে সেই ব্যবস্থাও করতে হবে। কিন্তু এমন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখাটা প্রয়োজন। কৃষকরা যাতে কোনও দুর্ভোগের মুখে না পড়ে তা নিশ্চিত করতে হবে। ফসল বিক্রি করতে কৃষকরা যাতে বেশি দূরে না যায় সেই দিকটি ও গুরুত্ব সহকারে দেখা উচিত। কৃষকদের দুর্ভোগ কমানোর জন্য প্রতিটি রাজ্য সরকারকে কন্ট্রোল রুম বানানোর কথা বলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। সেই কন্ট্রোলরুমগুলি যাতে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করে যায় তারও আহ্বান এদিনের বৈঠকে করেছেন তিনি।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আরও বলেন, ফসল বিক্রি করার জন্য কৃষকদের এখন আর মান্ডিগুলিতে যেতে হবে না। তারা গুদামঘর বা ওয়ার হাউস থেকেই নিজেদের ফসল বিক্রি করতে পারবে। লকডাউন এর প্রথম কয়েকটি দিন দেখা গিয়েছিল যে সবজি বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। সেই কাণ্ডের যেন পুনরাবৃত্তি না হয় তা দেখার দায়িত্ব রাজ্যগুলির।