নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ এপ্রিল ৷৷ ঝড়ের তাণ্ডবে গোমতী জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে৷ রবিবার বিকাল সাড়ে চারটা নাগাদ উদয়পুর মহকুমায় হঠাৎ ঘূর্ণিঝড় ও প্রবল শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে৷ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাকড়াবন ব্লক ও মাতাবাড়ি ব্লক এলাকায়৷ ঝড়ের তাণ্ডবে বিভিন্ন জায়গায় সোমবার পর্যন্ত বিদ্যুৎ আসেনি৷ বিভিন্ন এলাকায় খবর পেয়ে গোমতী জেলার জেলা শাসক টিকে দেবনাথ, মহকুমা শাসক অনিরুদ্ধ রায় সহ বিভিন্ন ব্লকের বিডিও-রা ঘটনাস্থলে ছুটে গেছেন৷ রবিবার অধিক রাত্রি পর্যন্ত জেলাশাসক ও মহকুমা শাসক বিভিন্ন জায়গায় গিয়ে ক্ষতিগ্রস্তদের থাকা ও খাবার ব্যবস্থা করেছেন৷
এদিকে জেলা শাসক ও মহকুমা শাসক জানিয়েছেন কাকড়াবন ব্লক এলাকায় ইচাছড়া এলাকায় তিনটি বাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে এবং ১৮টি বাড়ি আংশিক ক্ষতি হয়েছে৷ শিলঘাটি ও উত্তর শিলঘাটি এলাকায় চারটি বাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে৷ উত্তর শিলঘাটি রাস্তায় গাছ পরে থাকার ফলে সেখানে প্রশাসনের আধিকারিকরা যেতে পারেননি৷ এদিকে মাতাবাড়ি ব্লক এলাকায় ফুলকুমারী ও মুরাপাড়া এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে৷ সারা মহকুমায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ১৫ থেকে ১৬টি বাড়ি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে৷ ১০ থেকে ১২টি বাড়ি আংশিক ক্ষতি হয়েছে বলে জানান মহকুমা শাসক৷ তবে প্রত্যেকেই সরকারিভাবে যতটুকু সাহায্য করার প্রশাসন সব ব্যবস্থা করবেন বলে জানান আধিকারিকরা৷ ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকার ও প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন৷ বিশেষ করে লকডাউন চলাকালে এই প্রাকৃতিক বিপর্যয় তাদের উপর জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ সরকার ও প্রশাসন পাশে না দাঁড়ালে তারা বড়ধরনের সমস্যায় পড়বে৷