নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ গোমতি জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হল-এ সোমবার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৃহীত কর্মসূচির উপর এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ সভায় সভাপতিত্ব করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷
সভায় অন্যান্যদের মধ্যে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতি জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারি, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক বুর্বামোহন ত্রিপুরা, বিধায়ক সিন্ধু কুমার জমাতিয়া, বিধায়ক রতন ভৌমিক, গোমতির জেলাশাসক ড় টি কে দেবনাথ, অতিরিক্ত জেলাশাসক ডা. বিশাল কুমার, পুলিশ সুপার লাকি চৌহান, মহকুমা শাসকগণ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিরুমোহন জমাতিয়া সহ জেলা ও মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷
সভায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবং নজরদারি করতে যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে৷ পর্যালোচনা সভায় উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভারত সরকার ও রাজ্য সরকার জনসাধারণের সুরক্ষার যে সমস্ত নির্দেশিকা জারি করেছেন তা মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, প্রাথমিক সুরক্ষার জন্য জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে৷ লকডাউন মেনে চলতে হবে৷
তিনি জেলার প্রত্যন্ত এলাকার ভিলেজগুলিতে বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় গণবণ্টন ব্যবস্থা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন৷ পানীয় জলের সরবরাহ অক্ষুণ্ণ্ রাখার জন্য সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের তিনি নির্দেশ দেন এবং সেই সঙ্গে বিদ্যুৎ পরিষেবা অক্ষুণ্ণ্ রাখার ওপর গুরুত্ব আরোপ করেন৷
তিনি তাঁর বক্তব্যে স্বাস্থ্য দফতরের গাইড লাইন অনুসরণ করে সকলকে সচেতন হতে আহ্বান জানান৷ উপমুখ্যমন্ত্রী দেববর্মা সভায় উপস্থিত সংশ্লিষ্ট দফতরের আধিকারিকগণের কাছ থেকে বর্তমান মজুত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার দিকগুলির খোঁজখবর নেন৷ পর্যালোচনা সভায় গোমতি জেলার জেলাশাসক ড় টি কে দেবনাথ জানান, গোমতি জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ সকল দফতরের সহযোগিতায় কার্যকর করা হচ্ছে৷ জেলায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীও মজুত রয়েছে৷