BRAKING NEWS

ত্রিশ মিনিটের তুফানে তছনছ উদয়পুরের বিভিন্ন গ্রাম

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ এপ্রিল৷৷ ত্রিশ মিনিটের তুফালে লন্ডভন্ড হয়ে যায় উদয়পুরের বিভিন্ন এলাকা৷ বহু বাড়ি ঘর তছনছ হয়ে যায়৷ বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়৷ গাছপালা ভেঙ্গে পড়ে বিদ্যুৎ পরিবাহী তারের উপর৷ নিষ্প্রদীপ বিস্তীর্ণ এলাকা৷


সংবাদে প্রকাশ, রবিবার বিকাল সাড়ে চারটা নাগাদ ঘুর্ণিঝড় আছড়ে পড়ে উদয়পুরের বিভিন্ন এলাকায়৷ প্রায় ত্রিশ মিনিট স্থায়ী ছিল এই ঝড় তুফান৷ তাতে মুড়াপাড়া, পালাটানা, খিলপাড়া, ফুলকুমারী প্রভৃতি এলাকার প্রচুর সংখ্যায় ঘরের টিনের ছাউনি উড়ে যায়৷ বিদ্যুৎ পরিবাহী তার রাস্তার উপর ছিড়ে পড়ে৷ বিদ্যুতের খঁুটি ভূপাতিত হয়েছে৷


এদিকে, ঝড় তুফান থেমে যাওয়ার পর দূর্যোগ মোকাবিলার কর্মীরা, মহকুমা প্রশাসনের আধিকারীকরা এবং তহশিলদাররা ক্ষতিগ্রস্ত এলাকা সফর করেছেন৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির নামের তালিকা তৈরী করা হয়েছে৷ তাদের ত্রাণ সামগ্রিও দেওয়া হয়েছে৷ পরবর্তী সময়ে সরকারী নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা করা হবে বলে মহকুমা প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে৷ এদিকে, জানা গিয়েছে এদিন তুফানে ওই এলাকার প্রায় ২৩টি পানের বরজ পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *