নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.) : করোনা মোকাবিলায় প্রতিদিন গড়ে ৩৭৫টি কোচকে আইসোলেশন কোচে রূপান্তরিত করা হচ্ছে । ৫ হাজার কোচের মধ্যে ইতিমধ্যেই ২৫০০ কোচকে আইসোলেশন কোচে রূপান্তরিত করা হয়ে গেছে বলে সোমবার ভারতীয় রেলের তরফে এমনটাই জানান হয়েছে । দেশের ১৩৩টি জায়গায় এই ধরনের কাজ চলছে।
কোভিড-১৯ এর বিরুদ্ধে সারা দেশ যখন লড়াই চালাচ্ছে, তখন ভারতীয় রেলও তার শক্তি ও নিজস্ব সম্পদ নিয়ে সামিল হয়েছে সেই প্রয়াসে।তাই খুব অল্প সময়েই রেল নির্ধারিত ৫ হাজার কোচের মধ্যে ২৫০০ কোচকে আইসোলেশন কোচে রূপান্তরিত করেছে।এই লকডাউনের সময় রেলের বিভিন্ন জোনে সীমিত সংখ্যক কর্মী কাজ করছে। এই প্রতিকূলতার মধ্যেও ভারতীয় রেল যে কোন রকম পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে ২৫০০ আইসোলেশন কোচ এবং ৪০হাজার আইসোলেশন বেড প্রস্তুত রেখেছে। প্রতিদিন গড়ে ৩৭৫টি কোচকে আইসোলেশন কোচে রূপান্তরিত করা হচ্ছে । দেশের ১৩৩টি জায়গায় এই ধরনের কাজ চলছে। স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ মতো কোচগুলিতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থাপনা রাখা হয়েছে। তবে এই ধরনের আইসোলেশন কোচগুলি কোভিড-১৯মোকাবিলায় শুধু মাত্র আপৎকালীল পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রকের সাহায্যার্থে ব্যবহার করা হবে বলে জানিয়েছে ভারতীয় রেল।