BRAKING NEWS

চিকিৎসা সরঞ্জাম তৈরি করতে এগিয়ে এল প্রতিরক্ষা মন্ত্রক

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি. স.): করোনা রোধে চিকিৎসা সরঞ্জাম তৈরি করার লক্ষ্যে এগিয়ে এল ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং (ডি পি এস ইউ) এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড (ওএফবি )। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানা গিয়েছে ও এফ বি ছয়টি রাজ্যের দশটি হাসপাতালের জন্য ২৮০ টি আইসোলেশন শয্যা বানানোর পরিকল্পনা নিয়েছে। যে রাজ্য গুলির জন্য এগুলো তৈরি করা হবে সেগুলি হল পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাডু, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ।

হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তরফ থেকে কর্নাটকের ব্যাঙ্গালুরুর হাসপাতালের জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিটে তিনটি শয্যা ও আইসোলেশন ওয়ার্ডের জন্য ৩০ শয্যা বানাবে। পাশাপাশি এই সংস্থার তরফ থেকে করেন্তাইন গড়ে তোলা হয়েছে। যেখানে ৯৩ জনের মতন মানুষ থাকতে পারবে। অরুণাচল প্রদেশের মতন দুর্গম অঞ্চলে ওএফবি তরফ থেকে ৫০ টি বিশেষভাবে নির্মিত তাবু তৈরি করা হয়েছে। এগুলো কে আইসোলেশন ওয়ার্ডের মতন ব্যবহার করা যাবে। ও এফ বির কারখানা গুলিতে হ্যান্ড স্যানিটাইজার বানানোর প্রক্রিয়া চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান্যতা মেনেই এগুলো বানানো। ইতিমধ্যে ১৫০০ লিটার হ্যান্ড স্যানিটাইজার বানানো হয়ে গেছে।ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর তরফ থেকে ৩০ হাজার ভেন্টিলেটর তৈরীর কাজ চলছে| আগামী দুই মাসের মধ্যে গুলো সরবরাহ করা হবে।ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তরফে এই ভেন্টিলেটর গুলির নকশা বানানো হয়েছে। পাশাপাশি ও এফ বির অধীনে থাকা কারখানাগুলোতেও জোর কদমে চলছে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট তৈরীর কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *