BRAKING NEWS

লকডাউন : দ্বিচক্র যানচালকদের বিরুদ্ধে কঠোরহল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ লক ডাউন উপেক্ষা করে যারা বিনা প্রয়োজনে রাজধানীর রাজপথ সহ বিভিন্ন গলি রাস্তায় বেরিয়েছে তাদের বিরুদ্ধে শনিবারও ব্যবস্থা গ্রহণ করলো প্রশাসন৷ করোনা ভাইরাস মোকাবেলায় রাজ্য জুড়ে লক ডাউন লাগু রয়েছে৷ তার সাথে ১৪৪ ধারা ও কারফিউ জারি রয়েছে৷ কিন্তু কিছু লোক লক ডাঊনকে উপেক্ষা করে প্রায় প্রতিদিন রাস্তায় বেরিয়ে পড়ছে৷ প্রতিদিনই প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ কিন্তু তারপরও এই সকল অতি উৎসাহী লোক সচেতন হচ্ছে না৷ শনিবারও রাজধানীর বিভিন্ন রাস্তায় কিছু অতি উৎসাহী লোক রাস্তায় বেরিয়ে পড়ে বাইক, রিক্সা কিংবা ছোট গাড়ি নিয়ে৷ ফলে বাধ্য হয়ে এইদিনও রাস্তায় নামতে হয় আরক্ষা কর্মীদের৷


কিছু কিছু বাইক চালক বিনা প্রয়োজনে হেলমেট না পড়ে রাস্তায় বেরিয়ে পড়ে৷ আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে এইদিন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়৷ রাজধানীর বিভিন্ন জায়গায় এইদিন পুলিশের পক্ষ থেকে নজর দারি চালানো হয়৷ এইদিন যারাই রাস্তায় বেরিয়েছে, তারা কি কারনে রাস্তায় বেরিয়েছে তা খতিয়ে দেখা হয় পুলিশের পক্ষ থেকে৷ যারা বিশেষ প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়েছে তাদেরকে পুলিশের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়৷ আর যারা বিনা কারনে বাড়ি থেকে বেরিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়৷ বেশ কয়েকজন যুবককে কানে ধরে উঠবস করানো হয়৷


সদর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক জানান রাজধানীর প্রধান সড়ক গুলিতে মানুষের তেমন একটা ভিড় নেই৷ কিন্তু গলি রাস্তা গুলিতে মানুষের ভিড় রয়েছে৷ কোথাও কোথাও একসাথে একাধিক ব্যক্তি জড়ো হয়ে আড্ডা দিচ্ছে৷ তারা ভাবছে গলি রাস্তায় থাকলে কোন সমস্যা নেই৷ এখনো কিছুটা অসচেতন রয়েছে মানুষ৷ ত্রিপুরা রাজ্যে এখনো করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি৷ সচেতনতার ফলে তা সম্ভব হয়েছে৷ তবে লক ডাঊনকে সকলে মেনে চলতে হবে৷ রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে সকালের দিকে ক্রাতারা ভিড় জমায়৷ ফলে সামাজিক দূরত্ব বজায় থাকছে না৷ তিনি আরও জানান কিছু কিছু ক্রেতা বিনা প্রয়োজনে প্রতিদিন বাজারে আসছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *