BRAKING NEWS

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ জ্বালাল দেশবাসী

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বানে সাড়া দিয়ে রবিবার ঘড়ির কাঁটায় রাত ন’টাতেই আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ জ্বালাল দেশবাসী। হল অকাল দীপাবলি। বিভিন্ন শহরে, গ্রামে, জেলায় জেলায় মোমবাতি, প্রদীপ, জ্বালিয়ে ‘মহাশক্তি’ জাগ্রত করার আহ্বানে সাড়া দিল দেশ। আবার অনেক জায়গায় আতসবাজির আলোতে ভরে উঠলো এলাকা। এমন ছবিও ধরা পড়লো  । সকলের প্রার্থনা একটাই, এবার ১৩৩ কোটি মানুষকে মুক্তি দিক করোনা ভাইরাস। সারা দেশের সঙ্গে রাজ্যের ছবিটাও প্রায় একই।  

শুক্রবার সকাল নটায় ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই কঠিন সময়ে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে সারাদেশের সঙ্গে একাত্ম হতে ঘরের আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ জ্বালিয়ে গোটা দেশের মহাশক্তি জাগ্রত করে আমাদের একযোগে করোনার বিরুদ্ধে লড়াই করে করোনাকে হারাতে হবে । দেশের মানুষের সদিচ্ছাতেই দূর হবে করোনা। বিরোধীরা তাঁর এই মত নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। তবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বানে সাড়া দিল দেশবাসী ।  ঘড়ির কাঁটায় রাত ন’টা বাজতেই নিভে গেল আলো। জ্বলে উঠল মোমবাতি, প্রদীপ, টর্চ । হল অকাল দীপাবলি। বিভিন্ন শহরে, গ্রামে, জেলায় জেলায় মোমবাতি, প্রদীপ, জ্বালিয়ে ‘মহাশক্তি’ জাগ্রত করার আহ্বানে সাড়া দিল দেশ। সকলের প্রার্থনা একটাই, এবার ১৩৩ কোটি মানুষকে মুক্তি দিক করোনা ভাইরাস। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রদীপ জ্বালিয়েছেন। এ দিন নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে নিজের বাসভবনকে প্রদীপে সাজান যোগী আদিত্যনাথ। প্রদীপের আলোয় লেখা হয় ‘ওম’।
ধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে এদিন রাত ৯টায় বাড়ির সমস্ত লাইট নিভিয়ে প্রদীপ জ্বালালেন দেশের সেরা ক্রীড়াবিদরা৷ শচিন, বিরাটের সঙ্গে মোদীর আবেদনে সাড়া দিয়ে প্রদীপ জ্বালান অলিম্পিকেপদক জয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং সাইনা নেহওয়ালও৷ পরিবারের সঙ্গে প্রদীপ জ্বালালেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাও৷
সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ছবিটাও প্রায় একই। রাজ্যে ঠিক নটার সময় নিভে যায় রাজভবনের আলো। জ্বলে ওঠে মোমবাতি। সারা রাজ্যজুড়ে ছিল এই ছবি। এদিন রাজ্যবাসির সঙ্গে এদিন আলো বন্ধ রেখে মোমবাতি হাতে দাঁড়ালেন বিজেপি নেতারাও । এদিন বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার সপরিবারে ওই সময়ে বাড়ির সমস্ত আলো বন্ধ রেখে মোমবাতি হাতে দাঁড়াতে দেখা যায় ।শুধু সুভাষ সরকারই নয়, রাজ্যের বিজেপি সাংসদরা সবাই প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে বাড়িতে প্রদীপ জ্বালান। শুধু বিজেপি সাংসদরাই নয়, বাংলার বিজেপি বিধায়করাও যে যার বাড়িতে প্রদীপ জ্বালান। নিজের সল্টলেকের বাড়িতে আলো জ্বালান বিজেপি সভাপতি দিলীপ ঘোষও। সবার একটাই বার্তা, করোনা গ্রাস থেকে দ্রুত মুক্ত হোক এই পৃথিবী।
এই মুহূর্তে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪৯৭। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০৫ জন।যা উদ্বেগে রাখছে দেশবাসীকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *