গুয়াহাটি, ২ এপ্রিল (হি.স.) : কোভিড-১৯ সংক্রমণে আক্ৰান্ত অসমের ১৬ জনের শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক। গোলাঘাট অসামরিক হাসপাতালে ৮, গোয়ালপাড়া অসামরিক হাসপাতালে ৩ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন। এছাড়া গুয়াহাটি এবং শিলচর মেডিক্যাল কলেজ হাসাপাতলে যে সকল রোগী চিকিৎসাধীন তারা সকলেই স্থিতিশীল, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বৃহস্পতিবার গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন ৫৪টি আইসিইউ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করার পর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই খবর শুনিয়েছেন মন্ত্রী ড. শর্মা।
সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, আজ নতুন অত্যাধুনিক ৫৪টি আইসিইউ শয্যার উদ্বোধনের পর গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ-এর সংখ্যা ১৬২-এ দাঁড়িয়েছে। মন্ত্রী জানান, বহাগ বিহু, অর্থাৎ পয়লা বৈশাখের আগে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ-এর সংখ্যা ২০০-য় বাড়ানোর চেষ্টা চলছে। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নিৰ্মীয়মাণ নতুন ভবন আগামী দুমাসের মধ্যে উদ্বোধন করা হবে বলে জানান মন্ত্ৰী শৰ্মা।
তিনি জানান, বুধবার রাতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকাকে সঙ্গে নিয়ে সোনাপুর এবং মহেন্দ্ৰ মোহন চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। এদিকে করিমগঞ্জ জেলার বদরপুরের জামাল উদ্দিন নামের কোভিড-১৯ আক্ৰান্ত ব্যক্তির চিকিৎসা ক্যানসার বিশেষজ্ঞ পদ্মশ্ৰী ডা. রবি কান্নানের তদারকিতে চলছে বলেও জানান মন্ত্রী হিমন্তবিশ্ব।
জানান, দিল্লির নিজামউদ্দিন মরকজের সঙ্গে সম্পৰ্কভুক্ত মোট ৫০৩ জনের মধ্যে ৪৮৮ জনের সন্ধান পেয়ছে জেলা প্ৰশাসন এবং পুলিশ। বাকি ১৫ জনের খোঁজ চলছে। চিহ্নিত ৪৮৮ জনের মধ্যে ৩৬১ জনের রক্ত ও লালার সেম্পল সংগ্ৰহ করা হয়েছে। শুক্রবার বেলা ১২টা পর্যন্ত সম্পূর্ণ ফলাফল লাভ করা যাবে বলে আশা ব্যক্ত করেছেন মন্ত্রী। মোট ৩৯৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্ৰী। এছাড়া নিজামউদ্দিন মরকজ থেকে বাড়ি এসে কাঁদের সংস্পর্শে এঁরা এসেছেন, সে ব্যাপারেও অনুসন্ধান চালানো হচ্ছে, জানান স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা।
মন্ত্রী হিমন্তবিশ্ব জানান, প্ৰাথমিকভাবে নেগেটিভ রেজাল্ট আসলেও সংশ্লিষ্টদের ১৪ দিন পর্যন্ত দফায় দফায় ৩ বার নমুনা সংগ্ৰহ করে পরীক্ষা করতে হবে। এখনই তাঁদের বিপণ্মুক্ত বলে নিশ্চিত হওয়ার অবকাশ নেই।