BRAKING NEWS

ধর্মনগরে কুখ্যাত নেশা কারবারীকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ করোনা ভাইরাসের আতঙ্কে গোটা রাজ্যবাসী আতঙ্কিত৷ কিন্তু নেশা কারবারিদের মধ্যে নেই কোন ভয়৷ বরং করোনা আতঙ্কের মধ্যেও নেশা কারবারিরা তাদের অবৈধ বানিজ্য ঠিক চালিয়ে যাচ্ছে৷ উত্তর জেলায় লকডাউনের ফায়দা নিয়ে হেরোইন -ব্রাউন সুগার কারবারিদের গোপন নেটওয়ার্ক চলছে বহাল তবিয়তে৷ বুধবার স্থানীয় জনগন এক কুখ্যাত নেশা কারবারিকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়৷


ঘটনাটি ঘটেছে ধর্মনগর কামেশ্বর ,লাল বাজার এলাকায়৷ ধৃত নেশা কারবারির নাম অভিজিৎ নাথ ওরফে শুভ, বাড়ি ধর্মনগর পুর্ব হুরুয়াতে৷ এই যুবক কুখ্যাত নেশা কারবারি হিসাবে পরিচিত এলাকায়৷ অভিজিৎ ওরফে শুভকে স্থানিয় জনগনের ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়৷ পরে তাকে আটক করে তল্লাশি চালাতেই তার পকেট থেকে বেরিয়ে আসে বেশ কিছু ব্রাউন সুগারের কৌটা৷ পরে স্থানীয়রা তাকে রাম ধোলাই দিয়ে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়৷ এর আগেও অভিজিৎ নাথ নেশার কারবার করতে গিয়ে বেশ কয়েক বার পুলিশের হাতে ধড়া পরেছে৷

কিন্তু সে যতবার ধরা পরেছে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে তারই এক মামা৷ নেশা কারবারি মামার অতি আস্কারায় অভিজিৎ নাথ ওরফে শুভ ধর্মনগরের কুখ্যাত নেশা কারবারি বনে গেছে৷ মদের পাশাপাশি কুখ্যাত এই যুবকটি ব্রাউন সুগার হেরোইনের ব্যবসা ধর্মনগরে চালিয়ে যাচ্ছে অনায়াসে বলে অভিযোগ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *