BRAKING NEWS

লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী ও অন্যান্য পণ্য নিয়ে হাওড়া আসছে একাধিক ট্রেন

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.) : লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী ও অন্যান্য পণ্য পরিবহণে বড় ভূমিকা নিচ্ছে ভারতীয় রেল । লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী ও অন্যান্য পণ্য নিয়ে হাওড়া আসছে একাধিক পণ্যবাহী ট্রেন ।

কোভিড-১৯ লকডাউন চলাকালীন সময়ে ভারতীয় রেল সাধারণ মানুষের সুবিধার্থে অত্যাবশ্যক সামগ্রী ও অন্যান্য পণ্য পরিবহণে নিরন্তর পণ্যবাহী ট্রেন পরিষেবা দিয়ে চলেছে। ভারতীয় রেল ইতিমধ্যেই দেশের বিভিন্নপ্রান্তে পণ্যবাহী ট্রেনের মাধ্যমে অত্যাবশ্যক সামগ্রী পৌঁছে দিচ্ছে। রেলের এই উদ্যোগের ফলে অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর চাহিদা পূরণ করা যেমন সম্ভব হচ্ছে, তেমনই একবারে বিপুল পরিমাণ সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো সম্ভব হচ্ছে। এখনও পর্যন্ত ভারতীয় রেল দেশের বিভিন্ন গন্তব্যে ৩০টি বিশেষ পণ্যবাহী ট্রেন পাঠিয়েছে। এর মধ্যে আমেদাবাদের কাছে কাঁকাড়িয়া থেকে গুঁড়ো দুধ নিয়ে একটি পণ্যবাহী ট্রেন হাওড়া সাঁকড়াইলে আসছে। এছাড়াও, বেঙ্গালুরুর কাছে যশবন্তপুর থেকে বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে আরও একটি ট্রেন হাওড়ায় এসে পৌঁছবে। এই ট্রেন দুটি ছাড়াও নতুন দিল্লি থেকে হাওড়া পর্যন্ত আরও একটি ট্রেন বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে আসছে। রেল কর্মীদের অসাধারণ কর্তব্যবোধে উৎসাহিত হয়ে জোনাল রেলগুলি গত ৩১শে মার্চ থেকেই পণ্যবাহী ট্রেন পরিষেবায় সময়সূচি চালু করেছে।

দিল্লি-হাওড়া এবং যশবন্তপুর-হাওড়া (চেন্নাই হয়ে) রুটের বিশেষ পণ্যবাহী ট্রেনগুলি সপ্তাহে দু’বার করে, সেকেন্দ্রাবাদ-হাওড়া এবং সাঁকড়াইল-গুয়াহাটি রুটে পণ্যবাহী বিশেষ ট্রেনগুলি সাপ্তাহিক ভিত্তিতে চলবে। এছাড়াও, আমেদাবাদের কাঁকাড়িয়া থেকে সাঁকরাইল পর্যন্ত এবং কল্যাণ থেকে সাঁকরাইল পর্যন্ত পণ্যবাহী ট্রেনগুলি সাপ্তাহিক ভিত্তিতে চলবে।

কোভিড-১৯ লকডাউন চলাকালীন সময়ে গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রীর সরবরাহ ও যোগান দ্রুততর করতে ভারতীয় রেল আরও কিছু রুটে পণ্যবাহী ট্রেন চালানোর পরিকল্পনা করছে। বিশেষ পণ্যবাহী এই ট্রেনগুলির পরিষেবা চাহিদার ভিত্তিতে স্থির হবে। রাজ্যগুলির মধ্যে স্বল্প দূরত্বে পরিবহণের চাহিদা পূরণে জোনাল রেলগুলি সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করে চলেছে। এছাড়াও, জোনাল রেলগুলি বিজ্ঞাপন প্রকাশ সহ যোগাযোগ স্থাপনের অন্যান্য মাধ্যমের সাহায্যে সম্ভাবনাময় রেল ব্যবহারকারীদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *