BRAKING NEWS

করোনা : রাজ্যে চাকরিচ্যুত শিক্ষকদের আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ করোনা ভাইরাসের থাবায় সারা বিশ্বে প্রভাব পড়েছে৷ স্বাভাবিকভাবে অন্যান্যদের পাশাপাশি আজ ১ এপ্রিল থেকে চাকরিচ্যুত শিক্ষকরাও প্রভাবিত হবেন৷ তাই, ত্রিপুরা সরকার তাঁদের আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে৷ চাকরিচ্যুত ৮,৮৮২ জন শিক্ষককে ৩৫ হাজার টাকা করে সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


আজ এক ভিডিও বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশে করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে৷ এতে বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে৷ তিনি বলেন, লকডাউনে অনেকের রোজগার বন্ধ হয়ে গেছে৷ তাই, রাজ্য সরকার অন্ত্যোদয় এবং বিপিএল পরিবারদের বিনামূল্যে এক মাসের চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তাছাড়া আর্থিক সীমাবদ্ধতার মধ্যে দুস্থদের সহায়তার চেষ্টা করেছে ত্রিপুরা সরকার৷
তাঁর কথায়, ত্রিপুরায় আদালতের রায়ে ১০৩২৩ শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে৷ পূর্বতন সরকার তাঁদের ছয়মাসের জন্য অ্যাডহক ভিত্তিতে নিযুক্ত করতে সক্ষম হয়েছিল৷ কিন্তু, নির্বাচনের আগে ভিজন ডকুমেন্টে তাদের মানবিক দৃষ্টিভঙ্গিতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ সেই মোতাবেক ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর নতুন সরকার তাঁদের অ্যাডহক ভিত্তিতে চাকুরির মেয়াদ ২ বছর বাড়াতে সক্ষম হয়েছিল৷ এখনও তাঁদের জন্য ত্রিপুরা সরকার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, জানান তিনি৷


তিনি বলেন, করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে৷ ফলে, চাকরিচ্যুত হয়ে তাঁরা এখন অসহায় হয়ে পড়েছেন, তা ত্রিপুরা সরকারও উপলব্ধি করতে পেরেছে৷ তাই, আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে তাঁদের সহায়তায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে ৮,৮৮২ জন শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৪,৩৭৫ জন প্রতি মাসে ১৪,০৭৮ টাকা, ৩,৭৬১ জন ২৮,৯৯৫ টাকা এবং ৭৪৬ জন ৩৫,৫৯৪ টাকা করে বেতন পেতেন৷

স্বাভাবিকভাবেই এখন তাঁদের জীবনজীবিকা সমস্যার মুখে পড়েছে৷ তাই, এই সংকটের মুহূর্তে তাঁদেরকে ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রীর আবেদন, সকলে সামাজিক দূরত্ব বজায় রাখুন৷ ত্রিপুরা সরকার করোনা ভাইরাস মোকাবিলায় সব রকম চেষ্টা করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *