নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩১ মার্চ৷৷ জন্মদাতা পিতার হাতে ধর্ষণের শিকার এক নাবালিকা মেয়ে৷ ঘটনা বিশালগড় থানার অধীন শিখুরিয়ায়৷ ঘটনার বিবরণে জানা যায় বাংলা ভাদ্র মাস থেকে ধারাবাহিক ভাবে অভিযুক্ত পিতা নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণ করে আসছে৷ অবশেষে রবিবার বিষয়টি নজরে পড়ে নাবালিকার মার৷ তখন অভিযুক্ত পিতা নিজের স্ত্রীকে বিষয়টি গোপন রাখার জন্য মারধর করে৷
পরবর্তী সময় মঙ্গলবার বাধ্য হয়ে নাবালিকার মা বিশালগড় মহিলা থানার দ্বারস্থ হয় এবং অভিযুক্ত পিতার বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করে৷ থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করে৷ ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় মহিলা থানা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ ধৃত পিতার নাম জাহাঙ্গির আলম৷ তার বিরুদ্ধে দায়ের করা মামলার নম্বর ১২/২০৷ মামলা হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৭৬(২)(এফ)(এন), ৩৭৬(এবি), ৫০৬ ধারায় এবং পক্সো আইন মোতাবেক৷