BRAKING NEWS

নিজামউদ্দিনে তবলিগ-ই-জামাতে মসজিদে ত্রিপুরার ২২ জন অংশগ্রহণকারীদের ১৫ জন চিহ্ণিত : স্বাস্থ্যসচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ দিল্লির পশ্চিম নিজামউদ্দিনে তবলিগ-ই- জামাতে মসজিদের জমায়েতে ত্রিপুরা থেকে ২২ জন অংশ নিয়েছিলেন৷ তাঁদের মধ্যে ১৫ জনকে চিহ্ণিত করা হয়েছে৷ বাকি ৭ জনের খোঁজ চলছে৷ মঙ্গলবার সন্ধ্যায় এই খবর দিয়েছেন স্বাস্থ্যসচিব ডা. দেবাশিস বসু৷ তিনি বলেন, ওই ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত নন৷


প্রসঙ্গত, গত ১ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির পশ্চিম নিজামউদ্দিনে তবলিগ-ই- জামাতে মসজিদে অন্তত ২ হাজার মানুষের সমাগম হয়েছিল৷ দিল্লির মারকাজ নিজামউদ্দিন মসজিদে শুধু ভারত নয়, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও বিভিন্ন মানুষজন এসে ওই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন৷ সেখান থেকেই ব্যাপক হারে মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে খবর৷
এ-বিষয়ে আইজি আইন-শৃঙ্খলা জিএসরাও বলেন, দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী ওই মসজিদের অনুষ্ঠানে ত্রিপুরার নাগরিক অংশগ্রহণ করেছেন৷ তাদের অনেককেই চিহ্ণিত করা হয়েছে৷ বাকিদের খোঁজ চলছে৷ তিনি বলেন, আশা করছি আগামীকালের মধ্যেই বাকিদের খোঁজে বের করা সম্ভব হবে৷


এদিকে, স্বাস্থ্যসচিবের কথায়, দিল্লির নিজামউদ্দিনের মসজিদে অনুষ্ঠানে ত্রিপুরার ২২ জন নাগরিক অংশ নিয়েছিলেন৷ দিল্লি পুলিশের খবরের ভিত্তিতেই তাদের তালিকা তৈরি করা হয়েছে৷ তিনি বলেন, তাদের মধ্যে ১৫ জনকে ইতিমধ্যে চিহ্ণিত করা হয়েছে৷ তাদের পরীক্ষা করে দেখা হয়েছে৷ কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নন৷ তাঁর দাবি বাকি সাতজনকেও শীঘ্রই খুঁজে বের করা হবে৷ ওই ১৫ জন এখনও বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন৷


তিনি বলেন, আগরতলায় বর্ডার গোলচক্কর, সোনামুড়া, কৈলাসহর-সহ বিভিন্ন এলাকা থেকে ত্রিপুরার নাগরিকরা ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *