BRAKING NEWS

ড্রাইভিং লাইসেন্স পুনর্নবীকরণের মেয়াদ বাড়ানোর ঘোষণা কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : করোনা ভাইরাসের   সংক্রমণ এড়াতে দেশে চলছে  লকডাউন। যার জেরে আটকে গেছে ড্রাইভিং লাইসেন্সের পুনর্নবীকরণের কাজ। এদিকে ড্রাইভিং লাইসেন্সের  মেয়াদ গত ১ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। এই পরিস্থিতিতে সেই সব পুনর্নবীকরণের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করার ঘোষণা করেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। লকডাউন পর্বের এক সপ্তাহ কেটে যাওয়ার পরে এই সিদ্ধান্তের কথা জানালো মোদী সরকার। পাশাপাশি এই মর্মে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোর পরিবহণ দফতরকেও ওই ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক।

করোনা সংক্রমণ এড়াতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে সব কিছু স্তব্ধ হয়ে আছে। এর ফলে সমস্ত সরকারি পরিবহণ দফতরও বন্ধ, তাই বিভিন্ন গাড়ির নথিপত্রের বৈধতা পুনর্নবীকরণের কাজ থমকে রয়েছে। থমকে রয়েছে গণ পরিবহণে ব্যবহৃত গাড়িগুলোর ফিটনেস, পারমিট (সমস্ত ধরণের), ড্রাইভিং লাইসেন্স সহ মোটর ভেহিকেল আইনের অধীনে থাকা অন্যান্য নথির যাচাই ও পুনর্নবীকরণও। তাই সকলের সুবিধার জন্যেই ওই ঘোষণা করা হল বলে মনে করা হচ্ছে। যদিও এই লকডাউনের মধ্যে দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণের ঘটনা। গত ২৪ ঘণ্টায় মোট ২২৭ জন রোগীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *