নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ রাজধানীর গোয়ালা বস্তী এলাকায় বসবাসকারী দুধ বিক্রেতাদের কিছু সমস্যা রয়েছে৷ এরমধ্যে সব চাইতে বড় সমস্যা গো খাদ্য সরবরাহ নিয়ে৷ মহারাজগঞ্জ বাজারের কিছু দোকান থেকে গোখাদ্য সংগ্রহ করে তারা৷ এই ক্ষেত্রে সদর মহকুমা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে সেই সমস্ত দোকান দিনের একটা নির্দিষ্ট সময়ের জন্য খোলা রাখা হবে৷ এর উপর তাদের খাদ্য সামগ্রী আনার ক্ষেত্রে সমস্যা হবে৷ তাই তাদের পক্ষ থেকে কয়েকটি গাড়ির নাম্বার দেওয়া হবে৷ সেই সমস্ত গাড়ির একটি পাস ইস্যু করা হবে৷ খোয়াই থেকেও তারা গোখাদ্য আনে৷
তার ব্যবস্থাও করে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে৷ পাশাপাশি তারা বিভিন্ন পাড়ায় গিয়ে দুধ সরবরাহ করে৷ কে কোন পাড়ায় যায় তার তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে৷ কিন্তু তারা এখনো তালিকা প্রস্তুত করতে পারেনি৷ এই তালিকা পেলে পাস ইস্যু করা হবে৷ সেই তালিকা মেনে সময় নির্ধারণ করে দেওয়া হবে৷ যাতে করে ভীর এড়ানো যায়৷ মূলত তিনটি দাবি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানান সদর মহকুমা শাসক অসীম সাহা৷ তবে মিষ্টির দোকান বন্ধ থাকায় তাদের দুধের যোগান বন্ধ হয়ে পড়েছে৷ সেই নিয়ে কিছু সমস্যা হয়েছে৷ দুধ ব্যবসায়িদের জন্য মিষ্টির দোকান গুলিকে কিছু পণ্য উৎপাদন করার জন্য দুধ ক্রয় করার বিষয়ে জানানো হয়েছে বলে জানান তিনি৷
এদিকে সোমবার গোয়ালা বস্তীর সমস্যার বিষয়টি হাইকোর্টের নজরে আসে৷ হাইকোর্টের নির্দেশ মোতাবেক বিষয়টি দেখতে যান লিগেল সেলের সদস্য ও আধিকারিকেরা৷ পশ্চিম জেলার লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে চেয়ারম্যান ও সেক্রেটারি গোয়ালা বস্তী সফর করেন৷ সদর মহকুমা শাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের আসতে বলা হয়৷ সকলের উপস্থিতিতে গোয়ালাবস্তিতে থাকা দুধ বিক্রেতাদের সমস্যা গুলি নিরসন করা হয়৷ গরুর চিকিৎসার বিষয়টিও নিশ্চিত করা হয় এদিন৷ লিগ্যাল সার্ভিস এই সমস্ত ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে জানানো হয়৷