নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ করোনা ভাইরাস মোকাবিলায় টাটা ট্রাস্ট-কে পাশে চেয়েছে ত্রিপুরা সরকার৷ টাটা ট্রাস্ট-এর চেয়ারম্যান রতন টাটাকে ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা চিঠি দিয়ে বিভিন্ন চিকিৎসা সামগ্রী চেয়েছেন৷ কোভিড-১৯ মোকাবিলায় ওই সহযোগিতা টাটা ট্রাস্ট ত্রিপুরাকে করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷ টাটা ট্রাস্টও পাল্টা চিঠি দিয়ে নিশ্চিত করেছে, ত্রিপুরার আবেদনে সাড়া দেবে সংস্থা৷ শীঘ্রই কীভাবে সহযোগিতা করতে হবে তা জানানো হবে৷
উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা টাটা ট্রাস্ট-এর চেয়ারম্যান রতন টাটাকে লিখেছেন, কোভিড-১৯ সারা দেশে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি করেছে৷ এই ভাইরাস মোকাবিলা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস-কে মহামারি ঘোষণা করেছে৷ ফলে, এই ভাইরাস মোকাবিলায় নানা পদক্ষেপ নিতে হচ্ছে৷ তিনি বলেন, ত্রিপুরা সরকার ইতিমধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ তবুও পরিস্থিতির নিরিখে আগাম সতর্কতামূলক আরও কিছু ব্যবস্থা নেওয়া জরুরি৷
তাঁর কথায়, সংকটময় পরিস্থিতিতে টাটা ট্রাস্ট অতীতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার হাজারো নজির রেখেছে৷ উত্তর-পূর্বাঞ্চলেও ট্রাস্ট-এর সহযোগিতা যথেষ্ট প্রশংসার দাবি রাখে৷ তাই আজকের গুরুতর সংকটের পরিস্থিতিতে ত্রিপুরা টাটা ট্রাস্ট-এর সহায়তা চাইছে৷ তারই অঙ্গ হিসেবে চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তার অনুরোধ জানাবে রাজ্য সরকার৷ তাঁর আবেদন, ১০০টি ভেন্টিলেটর, ৫০ হাজার পাসর্োনাল প্রটেকশন ইকুইপমেন্ট, ১ লক্ষ এন-৯৫ মাস্ক, অ্যালকোহল মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার এবং রোগীর পরিবার থাকার জন্য ৫০০টি টেন্ট ত্রিপুরাকে দেওয়া হোক৷ তিনি আশা প্রকাশ করে বলেন, টাটা ট্রাস্ট ত্রিপুরার ওই আবেদন বিবেচনা করবে৷
ত্রিপুরার আবেদনে সাড়া দিয়ে টাটা ট্রাস্ট জানিয়েছে, শীঘ্রই ত্রিপুরার প্রয়োজন মেটানো হবে৷ তবে, কী পরিমাণ চিকিৎসা সামগ্রী প্রদান করা হবে এবং কবে নাগাদ তা পাঠানো হবে, শীঘ্রই এ-বিষয়ে ত্রিপুরাকে অবগত করবে টাটা ট্রাস্ট৷ ট্রাস্ট-এর উত্তর-পূর্বাঞ্চলের পরামর্শদাতা রঞ্জিত বরঠাকুর ত্রিপুরার উপমুখ্যমন্ত্রীকে চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন৷