BRAKING NEWS

রাজ্যের বিভিন্ন গ্রামের রাস্তায় ব্যারিকেট গড়ে বহিরাগতদের প্রবেশে বাধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮মার্চ৷৷ করোনা আতঙ্কে গোটা বিশ্ব৷ সেই আতঙ্কে বর্তমানে বিশ্ববাসী৷ সামাজিক দূরত্বই বজায় রাখার মাধ্যমে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব৷ একই সঙ্গে আগাম সতর্কতা মূলক ব্যবস্থা অবশ্যই মেনে চলতে হবে৷ এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে চলা কার্ফুতে একান্ত প্রয়োজন ব্যতিত ঘর থেকে না বের হওয়ার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে৷ সচেতন বহু মানুষ৷


অন্তত রাজ্যের চিত্র এমনটাই বলে দিচ্ছে৷ মোহনপুর মহকুমার পর এবং জিরানীয়া মহকুমা৷ গ্রামবাসীরা গ্রামে প্রবেশের ক্ষেত্রে জারি করল নিষেধাজ্ঞা৷ রিতিমতো ব্রিজের উপর বাস ফেলে বন্ধ করে দেওয়া হয় রাস্তা৷ আর তাতে লেখা রয়েছে লক ডাউন৷ বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ৷ বাইরে থেকে কেউ গ্রামে প্রবেশ করতে হলে নিতে হচ্ছে অনুমতি৷ কেবল ছাড় মিলছে পুলিশ, স্বাস্থ্য কর্মী ও অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্তদের৷


করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এই উদ্যোগ নেয় চম্পকনগর পূর্ব বাজার সংলগ্ণ মহারাম সর্দার পাড়া এবং বলরাম ঠাকুর পাড়া হয়ে পরবর্তী প্রায় ১৪ টি গ্রামের মানুষ৷ হাওড়া নদীর উপর নির্মিত ব্রীজের উপর এই নাকা বসিয়ে প্রবেশের গতি পথ আটকে দেওয়া হয়েছে৷ সকলের স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ বলে জানান গ্রামবাসীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *