BRAKING NEWS

কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার চুড়াইবাড়িতে, হত্যা না আত্মহত্যা ধন্দে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৭ মার্চ৷৷ আত্মহত্যা না হত্যা৷ এ নিয়ে চলছে জোর জল্পনা চুরাইবাড়ি এলাকায়৷কাঁঠাল চোরির অপবাদ সহ্য করতে না পেরে কি নাবালিকা মেয়ে আত্মহত্যা করল, না দুই চাচা ও চাচি মিলে মেয়েটিকে হত্যা করল?প্রশ্ণ রয়েছে উভয় দিকেই৷


ঘটনার বিবরণে জানা যায় উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালিক বুধবার সন্ধ্যায় বাজার থেকে এসে দেখতে পান উনার মেয়ের মৃতদেহ ঘরের সামনে একটি ভূবি গাছে ঝুলছে৷ তার সাথে মেয়েটির বাম হাত কাটা৷ আব্দুল খালিকের অভিযোগ,বাড়িতে ঢুকতেই আব্দুল মানিক যিনি বড় ভাই তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন৷ আরও লোক ছিল অন্ধকারের মধ্যে তাদের দেখা যায়নি৷ পরবর্তীতে সুলতানা বেগম (১৭) এর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পিতা৷ অভিযোগ গত বুধবারে সুলতানা তার চাচা আব্দুল মালিকের কাঁঠাল গাছ থেকে একটি কাঁচা কাঁঠাল পেড়ে আনে তরকারি খাবে বলে৷পরবর্তীতে সুলতানার পিতার কাছে বিচার দেওয়া হয় যে সে কাঁঠাল চুরির পাশাপাশি বাড়ি থেকে ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে৷ এই ঘটনার পর সন্ধ্যায় যখন সুলতানা পিতা বাজারে যান তখন ঘটে এই কাণ্ড৷ পুলিশ বলছে কাঁঠাল চোরির অপবাদ সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করছে৷


কিন্তু মেয়েটির পিতা বলছেন মেয়েটিকে হত্যা করা হয়েছে৷ যদি এটি আত্মহত্যা হয় তাহলে বাম হাতে কেন কাটা মানে আঘাতের চিহ্ণ৷ রহস্য ঘনীভূত হচ্ছে৷ সঠিক তদন্ত করলেই বেরিয়ে যাবে আসল রহস্য৷ মৃত নাবালিকার পিতা সঠিক তদন্তের মাধ্যমে বিচার প্রার্থনা করছেন৷ চুরাইবাড়ি থানার পুলিশ ০৬ নম্বরের ভারতীয় দণ্ডবিধির ১৭৪ সিআরপিসি ধারায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে৷ পাশাপাশি ময়নাতদন্তের পর নাবালিকার মৃতদেহটি তার পরিবার হাতে তুলে দেওয়া হয়৷
এদিকে সংবাদ সংগ্রহ করতে শনিছড়া প্রাথমিক হাসপাতলে সংবাদমাধ্যমের কর্মীরা গেলে কর্তব্যরত চিকিৎসক বিশ্ববন্ধু দেবনাথ সংবাদমাধ্যমের কর্মীদের সাথে এক প্রকার দুর্ব্যবহার করেন৷

গোটা ঘটনা নিয়ে উনাকে জিজ্ঞেস করলে উনি সাফ জানিয়ে দেন উনি এখন ক্লান্ত কিছু বলতে পারবেন না৷ পাশাপাশি চিকিৎসক বিশ্ববন্ধু দেবনাথের নামে শনিছড়া এলাকায় সাধারণ জনগণেরও একগুচ্ছ অভিযোগ রয়েছে৷স্থানীয়দের অভিযোগ উনি শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসার পর থেকে রোগীদের সাথে চরম দুর্ব্যবহার করে থাকেন৷ স্থানীয়দের আরও দাবি রাজ্য সরকার যখন স্বাস্থ্য দপ্তরে উন্নতিকরণ করতে ও সাধারণ জনগণকে স্বাস্থ্য পরিষেবা দিতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *