BRAKING NEWS

ভাড়া বাড়ি থেকে বহিষৃকত চিকিৎসক দম্পতি, সমস্যার সমাধান হল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ করোনা ভাইরাস মোকাবিলায় সকল অংশের মানুষ একজোট হয়ে চেষ্টা করছেন, সেখানে ত্রিপুরায় চিকিৎসকদের ভাড়া বাড়িতে থাকতে দিচ্ছেন না সংশ্লিষ্ট মালিকরা৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আবেদন সত্ত্বেও আজ ইন্দ্রনগরে এক চিকিৎসক দম্পতিকে ভাড়া বাড়ি থেকে বের করে দেন বাড়ির মালিক ও স্থানীয় জনগণ৷ এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে বাড়ির মালিক ও স্থানীয় জনগণের এ ধরণের আচরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন৷ মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর চিকিৎসক দম্পতিকে ওই বাড়িতেই থাকতে দেওয়া হয়েছে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় কোনও চিকিৎসককে ভাড়া বাড়িতে থাকার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, তার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ কারণ, ভাইরাস মোকাবিলায় সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন চিকিৎসকরা৷ তাঁদের এই অবদানকে কুর্ণিশ জানাই, বলেছিলেন মুখ্যমন্ত্রী৷ তাই ত্রিপুরার প্রত্যেক নাগরিকের কাছে চিকিৎসকদের সমস্ত রকম সহায়তার আবেদন জানিয়েছিলেন তিনি৷ কিন্তু, মানুষ মুখ্যমন্ত্রীর ওই মানবিক আবেদনে গুরুত্ব দেননি বলেই মনে হচ্ছে৷


এ-বিষয়ে বৃহস্পতিবার ভীষণ আক্ষেপের সুরে মুখ্যমন্ত্রী টুইট করে বলেন, আমার বহু আবেদন-নিবেদনের পরও আজ একটি খবর আসে, এই সংকটকালীন সময়ে চিকিৎসা সংক্রান্ত কাজে নিয়োজিত এক দম্পতিকে তাঁদের বাড়ির মালিক এবং এলাকার লোকজন ভাড়া বাড়িতে প্রবেশে বাধা সৃষ্টি করছিলেন৷ আগরতলার ইন্দ্রনগর থেকে এই অভিযোগটি আসে৷ ডা. অজিত দেবনাথ এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা দাসকে তাঁদের ভাড়া বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছিল না৷


তিনি বলেন, বাড়ির মালিক সঞ্জয় দেবনাথ এবং অন্যান্য লোকজন এ-ক্ষেত্রে বাধা সৃষ্টি করছিলেন বলে খবর পেয়েছি৷ মুখ্যমন্ত্রী এদিন আবারও আবেদন করে বলেন, চিকিৎসকরা আপনার এবং আমাদের মঙ্গলের জন্যই তাঁদের দায়িত্ব পালন করে চলেছেন৷ দয়া করে তাঁদের এই মহান কাজে বাধা সৃষ্টি করবেন না৷ এতে করোনা মোকাবিলায় আমাদের যে সংগ্রাম, তা বিঘ্নিত হবে৷


এ সম্পর্কে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, অ্যাপিডেমিক ডিজিজ অ্যাক্ট অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ তাঁর কথায়, বর্তমান সময়ে প্রশাসনের পক্ষ থেকে সাদা পোশাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে লোক নিয়োগ করা হয়েছে৷ তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রীকে নানা বিষয়ে অবগত করছেন৷ স্বাভাবিক কারণেই এ ধরনের ঘটনা খুব সহজে আমার নজরে আসে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করি৷ এই প্রয়াস আগামী দিনেও জারি থাকবে, বলেন তিনি৷


প্রসঙ্গত, ভাড়া বাড়ি থেকে আজ চিকিৎসক দম্পতিকে বের করে দেওয়া হলে ভুক্তভোগী ডা. অজিত দেবনাথ প্রশাসনের দ্বারস্থ হন৷ প্রশাসনের তরফেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানা গেছে, ওই চিকিৎসক দম্পতির কোনও অসুবিধা যাতে না হয়, সে ব্যাপারে সম্পূর্ণ খেয়াল রাখা হচ্ছে৷ তাছাড়া, এখন তাঁরা বাড়িতেই রয়েছেন৷ খবর পেয়ে কোভিড সার্ভেইলেন্স টিম পুলিশকে সাথে নিয়ে ছুটে গিয়ে চিকিৎসক দম্পতির প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেন৷ ইনফ্রারেড থামর্োমিটারে তাঁদের শরীরের তাপমাত্রা মেপে দেখেন৷ সম্পূর্ণ নিশ্চিত হয়ে তাঁদের ওই ভাড়া বাড়িতে রাখার ব্যবস্থা করা হয়েছে৷ বাড়ির মালিক এবং স্থানীয় কেউ তাঁদের কোনওভাবে যাতে বিরক্ত না করেন, প্রশাসনের তরফে তা সুনিশ্চিত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *