নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ রাজ্য জুড়ে লক ডাউন চলছে, তার মধ্যে এইবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করলো এটিএমে টাকা ঢোকানোর কাজে যুক্ত প্রসিজার নামক সংস্থার কর্মীরা৷ ঘটনার বিবরণে জানা যায় বুধবার রানিরবাজার এটিএমে টাকা ঢুকানোর জন্য নির্দিষ্ট গাড়ি নিয়ে যায় ছজ্জছ নামক সংস্থার কর্মীরা৷ গাড়িতে ছিল চালক সহ মোট ৫ জন লোক৷
রানিরবাজার সংলগ্ণ এলাকায় গাড়িটি গেলে সেখানে কিছু লোকের ভিড় দেখা যায়৷ তখন গাড়ির হর্ন দেওয়া হয়৷ সাথে সাথে দুই জন ব্যক্তি সংস্থার কর্মীদের উপর চড়াও হয়৷ এক কর্মীকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ৷ তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সংস্থার কর্মীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রাজ্যের প্রধান কার্যালয়ে এসে আধিকারিকদের সাথে বৈঠকে মিলিত হয়৷ এবং বৈঠক শেষে তারা জানায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা তাদের কাজ বন্ধ রাখবে৷
এইদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রাজ্যের প্রধান কার্যালয়ের সামনে লোকজনের ভিড় লক্ষ্য করে টহলদারিতে থাকা পুলিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে৷ এক পুলিস আধিকারিক ঘটনাস্থলে এসে কথা বলেন সংস্থার কর্মীদের সাথে৷ তাদেরকে পরামর্শ দেন রানিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করার জন্য৷ পাশাপাশি আশ্বাস দেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণের৷ সংস্থার কর্মীদের আহ্বান জানান এটিএম পরিষেবা স্বাভাবিক রাখার জন্য৷