গুয়াহাটি, ২৭ মার্চ (হি.স.) : মহামারি করোনা ভাইরাসের মোকাবিলায় তহবিল গড়তে অসমের সরকারি কর্মচারীদের মার্চ মাসের বেতন থেকে ১০-২০ শতাংশ কেটে নেওয়া হবে। তবে আগামী অর্থ বছরে এই টাকা ৪.৫ শতাংশ সূদ-সহ ফিরিয়ে দেওয়া হবে। জানিয়েছেন অর্থ তথা স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্ৰমণ প্ৰতিরোধ করার পাশাপাশি একে কেন্দ্ৰ করে ঊদ্ভূত পরিস্থিতির সঙ্গে লড়াই করতে অসম সরকার কৰ্মচারীদের বেতন থেকে কিছু টাকা কেটে নিয়ে তহবিল গড়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য কৰ্মচারী পরিষদের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। তিনি জানান, ৪.৫ শতাংশ সুদ-সহ মূল টাকা আগামী অর্থ বর্ষে ফিরিয়ে দেওয়া হবে কর্মচারীদের।
অর্থ মন্ত্রকের এই সিদ্ধান্তকে কৰ্মচারী পরিষদ স্বাগত জানিয়েছে বলে জানিয়ে মন্ত্রী ড. শর্মা বলেন, অসম সরকার করোনা ভাইরাস-আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নিৰ্মীয়মাণ পাঁচটি আইসিইউ-যুক্ত অস্থায়ী হাসপাতালের জন্য কৰ্মচারী পরিষদ অনুদান দেবে।
মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, এ পৰ্যন্ত অসমে করোনা ভাইরাসে আক্ৰান্ত কোনও লোক ধরা পরেননি যদিও ভারতের অন্যান্য রাজ্যে তা ক্ৰমশ গুরুতর রূপ ধারণ করেছে। উত্তর-পূর্বাঞ্চলের মণিপুর এবং মিজোরাম-সহ দেশে এখন পর্যন্ত ৭৯৯ জন করোনায় আক্ৰান্ত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রী ড. শর্মা।