লন্ডন, ২৭ মার্চ (হি.স.): এবার করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও । শুক্রবারই পরীক্ষায় তার করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে বলে জানান ম্যাট । এর মধ্যেই শীর্ষনেতাদের আক্রান্ত হওয়ার খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে । আশঙ্কা তৈরি হয়েছে যে সরকারে থাকা অনেক নেতা-মন্ত্রীই আক্রান্ত হয়ে থাকতে পারেন, যাঁদের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর ওঠাবসা।
এর আগে আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটারে একটি ভিডিওবার্তায় জানান, “গত ২৪ ঘণ্টা ধরে লক্ষণগুলো হালকা হালকা টের পাচ্ছিলাম। আর তখনই পরীক্ষা করাই। যাতে ধরা পড়ে করোনা ভাইরাস পজেটিভ।” এদিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী সংক্রমণের কথা জানানোর কয়েক ঘণ্টা পরই আক্রান্ত হওয়ার কথা জানান ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও । তিনি জানিয়েছেন তাঁর উপসর্গ খুবই সামান্য, তিনিও আপাতত বাড়ি থেকেই কাজ করছেন।
ঊল্লেখয়, ব্রিটেন জুড়ে ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত। তার মধ্যে ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। দেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে দেশের শীর্ষনেতাদের আক্রান্ত হওয়ার খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে । আশঙ্কা তৈরি হয়েছে যে সরকারে থাকা অনেক নেতা-মন্ত্রীই আক্রান্ত হয়ে থাকতে পারেন, যাঁদের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর ওঠাবসা।