BRAKING NEWS

সিল করা হয়েছে অসমের সাথে যুক্ত দুটি বিকল্প সড়ক

নিজস্ব প্রতিনিধি, চোরাইবাড়ি, ২৩ মার্চ৷৷ গোটা রাজ্যেই ইন্দো-বাংলা সীমান্ত সিল হয়েছে তার সাথে দুটি বিকল্প সড়ক-যেগুলি আসামের সাথে যোগাযোগ বহন করত এন এইচ ২০৮ সাব্রুম কুকিতল সড়ক ও তারকপুর ককিতল সড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে৷ রাতের আধারে উত্তর জেলার প্রবেশদ্বার চুড়াইবাড়ি ও কদমতলা থানা এলাকায় বহির্র্রজ্য থেকে ছাত্র-ছাত্রী কিংবা কর্মরত যুবকরা বহির্র্রজ্য থেকে রাজ্যে আসছে৷


কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সেই সকল ব্যক্তির শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষার ব্যপারে তেমন তৎপর পরিলক্ষিত হচ্ছে না৷ তা নিয়ে স্থানীয় জনমনে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে৷ তার সাথে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও গুজব ছড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন কলতলা থানার ওসি কৃষ্ণধন সরকার ও চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস৷ যেহেতু কদমতলা ও চুরাইবাড়ি এলাকাটি সীমান্ত এলাকা তাই বাড়তি সতর্ক বার্তা গ্রহণ করা হয়েছে৷ আগামী ৩১ মার্চ পর্যন্ত ২০৮ নং কুকিতল সাব্রুম বিকল্প জাতীয় সড়ক ও তারকপুর কুকিতল সড়কের নাকা পয়েন্ট সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে কদমতলা থানার পুলিশ প্রশাসন৷


অপরদিকে ৮নং আসাম আগরতলা জাতীয় সড়কটি উন্মুক্ত থাকলেও কোন বাস চলাচল করেছে না৷ শুধু পণ্যবাহী লরি ও ছোট ছোট ব্যক্তিমালিকানাধীন গাড়ি রাজ্য প্রবেশ করছে৷ আর সেই সকল গাড়িগুলি রাজ্যে প্রবেশ ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *