BRAKING NEWS

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২৪

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ভারতে বেড়ে দাঁড়ালো ৩২৪। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তরফ থেকে এই খবর জানানো হয়।


 গোটা বিশ্বে মহামারীর আকার ধারণ করা এই রোগে ভারতে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের। করোনা মোকাবিলায় রবিবার গোটা দেশে পালন করা হচ্ছে জনতা কার্ফু। গত বৃহস্পতিবার জনতা কার্ফু পালন করার আর্জি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো এদিন দেশের বিভিন্ন প্রান্তে জনতা কার্ফু পালন করা হয়। দেশের একাধিক রাজ্যে এই কার্ফু সাফল্যের সঙ্গে পালন করা হয়। ছত্রিশগড় রাজ্যের একাধিক জেলায় জনতা কার্ফু পালিত হয়। দোকানপাট বন্ধ ছিল এদিন।. রাস্তাঘাট লোকের সংখ্যা কম ছিল। বিলাসপুর, রায়পুর, রায়গড়-এ কার্ফু সর্বাত্তক আকার ধারণ করে।. সরকারি বাস ও বেসরকারি বাস পুরোপুরি বন্ধ ছিল। অটো, ট্যাক্সিও কার্ফু দিন রাস্তায় বেরোয়নি।একই চিত্র দেখা গেছে দক্ষিণের তামিলনাড়ুতে।. অন্যদিকে দিল্লির শাহিনবাগে পেট্রোল বোমা ছোড়া হয়েছে বলে দাবি করেছে বিক্ষোভরত আন্দোলনকারীরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *