নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ অবশেষে আন্দোলন থেকে সড়ে এল ১০৩২৩ এর একাংশ আন্দোলনকারী৷ করোনা নিয়ে উদ্বিগ্ণ গোটা বিশ্ব৷ সেই জায়গায় আগাম সতর্কতা ছায়া এই মহামারীর হাত থেকে নিজেকে রক্ষা করা সম্ভব নয়৷ অন্যকেও আক্রান্ত হওয়ার হওয়ার হাত থেকে বাচানো যাবে না৷ কেবল সতর্কতা মূলক ব্যবস্থাই পারে এই মারনব্যাধির হাত থেকে সকলকে রক্ষা করতে৷ সামজিক দূরত্ব স্থাপনের মাধ্যমে করোনা রোগের প্রাদুর্ভাব কমানো সম্ভব৷
তাই রাজ্য জুড়ে জমায়েত এড়াতে জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ কিন্তু সেই ১৪৪ ধারাকে উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যায় ১০৩২৩ এর বিভিন্ন সংগঠন৷ ইতিমধ্যে রবিবার জনতার কার্ফুর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ সেদিন সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বাড়ি থেকে না বেরুতে আহ্বান জানিয়েছেন সকলের উদ্দেশ্যে৷ এরই মধ্যে শনিবার ১০৩২৩ এর একাংশ ফের জড়ো হয় শিক্ষক ভবনের সামনে৷ পুলিশ স্পষ্ট করে জানিয়েদেয় এই ১৪৪ ধারা সামগ্রিক বিষয়কে মাথায় রেখেই নেওয়া হয়েছে৷ কোন মতেই জড়ো হতে দেওয়া হবে না৷ সেখান থেকে এক প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে৷ কিন্তু ১ এপ্রিল থেকে তাদের চাকুরী অব্যাহত থাকবে কি না তা জানাতে বলেন৷ শিক্ষা অধিকর্তা স্পষ্ট করে জানান আইন মেনে সরকার সিদ্ধান্ত নিচ্ছে৷ অপেক্ষা করতে হবে৷
এরপর প্রতিনিধি দল বেড়িয়ে এসে সকলের সঙ্গে সিদ্ধান্ত করে তাদের ঘোষিত আন্দোলন কর্মসূচী সাময়িক কালের জন্য প্রত্যাহার করে নেয়৷ একই সঙ্গে রবিবার জনতার কার্ফু পালনের প্রধানমন্ত্রীর আহ্বানে সকলকে সামিল হতে আবেদন জানান৷ সুস্থ দেহ ও সুস্থ মন গড়ার জন্য এই সিদ্ধান্ত মেনে চলা অত্যন্ত জরুরি৷ এই দিকটি মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ বলে জানান ১০৩২৩ এর একাংশ আন্দোলনকারীরা৷