BRAKING NEWS

মত প্রকাশের অধিকার থাকলেও ব্যক্তিস্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার উচিত নয় : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ মত প্রকাশের অধিকার সকলের রয়েছে৷ কিন্তু ব্যক্তিস্বার্থে অন্যকে হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করা উচিত নয়৷ আজ বিধানসভার বাজেট অধিবেশনের প্রথমদিনের দ্বিতীয়ার্ধে বিধায়ক আশিস দাস আনীত বেসরকারি প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথাগুলি বলেন৷ পরে প্রস্তাবটি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়৷ বিধায়ক আশিস দাস আনিত মূল প্রস্তাবটি হল ’এই বিধানসভা প্রস্তাব করছে যে জনস্বার্থে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক’৷


প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদেরকে নেতিবাচক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে৷ নির্বাচিত সরকারের যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে তা সরকার যথাযথভাবে রাজ্যের মানুষের কল্যাণে পালন করে চলছে৷ তাঁর কথায়, সরকারের সমালোচনা গঠনমূলক পর্যায়ে করতে হবে৷ ব্যক্তিস্বার্থে কিংবা হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিকে হাতিয়ার করা উচিত নয়৷ আগামী দিনে সরকার এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর, হুঁশিয়ার করে দেন তিনি৷


এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ২০১৮ সালে ১২ নভেম্বর ত্রিপুরা স্বরাষ্ট্র দপ্তরের একটি নোটিফিকেশন মূলে ত্রিপুরা পুলিশের অন্তর্গত সাইবার ক্রাইম শাখা গঠন করা হয়েছে৷ এরপর ২০১৯ সালের ১৯ জুন স্বরাষ্ট্র দপ্তর আরেকটি নোটিফিকেশন মূলে সমগ্র রাজ্যে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, ২০০০-এর আওতাধীন বিভিন্ন অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে এস পি, সাইবার ক্রাইম, ত্রিপুরা পুলিশ ক্রাইম বাঞ্চের অফিসটিকে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন হিসেবে ঘোষণা করেছে৷ তাঁর কথায়, ত্রিপুরার বিভিন্ন স্থানে সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান তথা তদন্তকার্য সুুষ্ঠভাবে সম্পাদনের জন্য সাইবার ক্রাইম শাখায় এস পি, ডি এস পি, সাব-ইন্সপেক্টর এবং অন্যান্য পদ মর্যাদার পুলিশ অফিসার ও কর্মী নিয়োগ করা হয়েছে৷ এছাড়াও সাইবার ক্রাইম প্রিভেনশন এগেইনস্ট উইমেন এণ্ড চিলড্রেন(সি সি পি ডব্লিউ সি) পরিকল্পনার অধীনে নরসিংগড়স্থিত ত্রিপুরা স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ১.৪৮ কোটি টাকা ব্যয়ে সাইবার ক্রাইম ফরেন্সিক ল্যাবরেটরি তথা ট্রেনিং ল্যাবরেটরি স্থাপনের কাজ চলছে৷ যার মাধ্যমে সাইবার অপরাধ সংক্রান্ত মামলার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সম্ভব হবে৷

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের সাইবার অপরাধ সংক্রান্ত কার্যপ্রণালীর উপর কেন্দ্রীয় গৃহমন্ত্রক থেকে জনসমক্ষে প্রচারের জন্য রাজ্য সাইবার ক্রাইম শাখায় ’সাইবার ক্রাইম ত্রিপুরা’ নামে একটি ট্যুইটার হ্যাণ্ডল রয়েছে৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরও বলেন, সাইবার ক্রাইম শাখার সূচনা থেকে অদ্যাবধি ৪৮টি মামলা তথা ১৪৭টি তদন্তকার্য সম্পাদন করা হয়েছে৷ যার মধ্যে অন্যতম হল সাইবার অপরাধে প্রতারিতদের প্রায় ৬৬ লক্ষ টাকা উদ্ধার এবং বিদেশি নাগরিক সম্বলিত গ্যাং কে গ্রেপ্তার৷ তাঁর দাবি, রাজ্য পুলিশের অফিসার / কর্মীদের সুুখ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠান সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি থেকে আগত দক্ষ অফিসার দ্বারা রাজ্যের কে টি ডি এস পুলিশ ট্রেনিং সেন্টারে ট্রেনিং প্রদানের ব্যবস্থা করা হয়েছে৷ তাছাড়া রাজ্য পুলিশের অফিসার / কর্মীদের সাইবার অপরাধ সংক্রান্ত ট্রেনিং-এর ব্যবস্থা করা হয় বিভিন্ন খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানে যেমন সি বি আই একাডেমি, এস ভি পি এন পি এ, বি পি আর এণ্ড ডি (ব্যরো অব পুলিশ রিসার্চ এণ্ড ডেভেলপমেন্ট), এন সি আর বি (ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো), এন ই পি এ (নর্থ ইস্ট পুলিশ একাডেমি), গুজরাট ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি, গান্ধীনগর এবং মধ্যপ্রদেশ পুলিশ একাডেমি, ভোপাল৷ তিনি বলেন, ত্রিপুরা সাইবার ক্রাইম শাখা বিগত দুই বছরে জনসচেতনতামূলক কার্যের অঙ্গ হিসাবে বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, ব্যাঙ্কের অফিসারদের মধ্যে অনেকগুলি সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *