BRAKING NEWS

এডহক শিক্ষকদের নতুন নিয়োগের জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া নতুন প্রতারণার জাল : বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ ৩১ মার্চ ১০৩২৩ এডহক শিক্ষকদের চাকুরীর মেয়াদ শেষ হচ্ছে৷ এরই মধ্যে রাজ্য সরকার তাদের অন্য দপ্তরে নিয়োগের চিন্তাভাবনা করেছে এবং এজন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে৷ রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়টিকে নতুন করে প্রতারণার জাল বলে কটাক্ষ করলেন বিরোধী দলেনতা মানিক সরকার৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করে মানিক সরকার বলেন, বামফ্রন্ট সরকার ১৩০০০ পদ সৃষ্টি করেছিল তাদের জন্য, সেই সাথে যারা যোগ্য হবেন তারাও আবেদন করার সুযোগ পেয়েছিল৷ সেই মোতাবেক ইন্টারভিউও নেওয়া হয়েছিল৷ এখন বিজেপি অইপিএফটি সরকার বিভিন্ন দপ্তরে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে৷


এই প্রসঙ্গে মানিক সরকার বলেন, আর মাত্র ১১দিন বাকি রয়েছে৷ এই ১১ দিনের মধ্যে কি এডহক শিক্ষকদের চাকুরীর ব্যবস্থা করা সম্ভব হবে৷ এই ১১ দিন পর তাদের পরিবার পরিজনদের জন্য কিভাবে টাকার ব্যবস্থা করবেন৷ এইসব প্রশ্ণগুলি উঠছে৷ তাই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতারণার জাল বিছানোর অভিযোগ করেছেন৷ সেই সাথে তিনি বলেন, এডহক শিক্ষকরা ওইসব গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য ইন্টারভিউ দেবেন, তাহলে অন্য বেকারদের কি ওইসব পদে ইন্টারভিউর সুযোগ দেওয়া হবে না৷ মানিক সরকারের সাফ কথা, বামফ্রন্ট সরকার যেই পথে এগিয়েছিল সেই পথেই তো বিজেপি আইপিএফটি জোট সরকার এগুচ্ছে৷ তাহলে যে ১৩০০০ পদ সৃষ্টি করে ইন্টারভিউ নিয়ে নেওয়া হয়েছিল সেই প্রক্রিয়াকে কার্য্যকর করলেই তো সমস্যা মিটে যায়৷ সময়ও ব্যয় হবে না৷ তাছাড়া সুপ্রিম কোর্টে যাওয়ার কি প্রয়োজন৷ চাকুরী দেবে রাজ্য সরকার৷ চাকুরীতে জটিলতা সৃষ্টি হলে আদালতের দ্বারস্থ হওয়া যেতে পারে৷


বিরোধী দলেনতা আরও বলেন, ১০৩২৩ সম্পর্কে যে অবস্থান সুপ্রিম কোট নিয়েছে তার সাথে একমত ছিলাম না৷ কিন্তু, বিচার ব্যবস্থার প্রতি অসম্মান করার ইচ্ছা নেই৷ সুপ্রিম কোর্ট যেহেতু সিদ্ধান্ত নিয়েছে একমত না হলেও কার্যকর করতে হয়েছে বামফ্রন্ট সরকারকে৷ তারপরও আমরা তো তাদের ভেসে যেতে দিতে পারিনা৷ এদের কি হবে৷ এদের ভবিষ্যত কি৷ সেই সময় নতুন সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথাগুলি উত্থাপিত হয়েছে৷ দায়িত্বশীল ভূমিকা পালন করব এই প্রতিশ্রুতি রেখে বলেছিলাম আমরা এদের ভেসে যেতে দিতে পারি না৷ শিক্ষা দপ্তর, সমাজ কল্যাণ দপ্তর একসাথে মিলে কথা বলে আইন দপ্তর তার সাথে যুক্ত হয়৷ বিকল্প একটি রাস্তা আসে৷ নতুন পদ সৃষ্টি করা হয়৷ রিক্রুটম্যান্ট রুলস চূড়ান্ত হয়৷ ইন্টারভিউ চূড়ান্ত হয়৷ ১০৩২৩ এবং এর বাইরেও রুল অনুযায়ী যারা পড়েন তাদের অনেকেই ইন্টারভিউ বোর্ডে বসেন৷ প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল৷ এরই মধ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়৷ আমাদের তরফ থেকে সঙ্গত, বিকল্প ও বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করেছিলাম৷কিন্তু বিধানসভা নির্বাচন চলে আসায় আর চাকুরী দেয়া সম্ভব হয়নি৷


প্রথমত ১০৩২৩ নষ্ট করার জন্য মামলাগুলি কারা করেছিলেন তা সবার জানা৷ বিকল্প ব্যবস্থা আটকাবার জন্য কারা মামলা করেছেন তাও সবার জনা৷ সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় সেই সৃষ্ট পদগুলিতে নিয়োগ করা যাবে না৷ আমরা অপেক্ষা করছিলাম৷ বিজেপি যে নির্বাচনি ইস্তেহার তাতে উল্লেখ করেছে সরকর গঠন করতে পারলে একটি মানবিক দিক বিচার বিবেচনা করবে৷ আমরা তখন অবাক হয়েছি৷ বিস্মিত হয়েছি৷ এসব কি বলছেন বিজেপি নেতারা৷


এখন তো সময় শেষ হয়ে আসছে৷ আজ মার্চের কুড়ি তারিখ৷ এগার দিন বাকি আছে৷ আন্দোলনের কর্মসূচি নিয়েছে ১০৩২৩৷ তাই আমরা বিজেপি জোট সরকারের কাছে দাবী জানাচ্ছি, ১০৩২৩ এর স্থায়ী সমাধান করতে হবে৷ তাদের মধ্যে মৃতদের পরিবারে একজনকে চাকুরী দেওয়া হোক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *