ওয়াশিংটন, ১৫ মার্চ (হি.স.) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে নেই করোনাভাইরাস। শনিবার হোয়াইট হাউজের তরফে বিবৃতি জারি করে এমন জানিয়েছেন প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক সিওন কনলি।
সম্প্রতি ব্রাজিলিয়ান প্রতিনিধিদের সঙ্গে ফ্লোরিডায় নৈশভোজ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপরেই স্বেচ্ছা শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে যান ট্রাম্প। সকলকে আশ্বস্ত করে সিওন কনলি জানিয়েছেন রাষ্ট্রপতির শরীরে করোনার কোন ভাইরাস নেই।
প্রেসিডেন্ট বিপদমুক্ত থাকলেও অন্যদিকে মারণ করোনাভাইরাসে জেরবার অবস্থা মার্কিনিদের। শনিবার পর্যন্ত ২৭২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৫৪জন।

