কাছাড়ে প্ৰায় দশ লক্ষ টাকার হেরোইন উদ্ধার, আটক মহিলা-সহ তিন

শিলচর (অসম), ১৩ মার্চ (হি. স.) : হেরোইন সহ মণিপুরের তিন নেশা পাচারকারীকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। তিনজনের মধ্যে একজন মহিলাও রয়েছেন। শুক্রবার বেলা আনুমানিক দুটা নাগাদ লক্ষ্মীপুরের এসডিপিও অনুরাগ শর্মা, জিরিঘাটের ওসি সমর রায় পুলিশ বাহিনী নিয়ে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন সহ তিন নেশা কারবারিকে আটক করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছে খবর ছিল মণিপুরের কয়েকজন আজ হেরোইন লেনদেন করছে। সূত্রের ভিত্তিতে উত্তর লালপানিতে ট্র্যাকিং শুরু করা হয়। তখন আপার লবণখাল থেকে আগত এএস ১১ সিসি ৫০৩৪ নম্বরের একটি অটোরিকশাকে সন্দেহের বশে আটক করে তল্লাশি চালিয়ে ৬০ গ্রাম হেরোইন-সহ তিন জনকে আটক করা হয়। মহিলা সহ যে তিনজনকে আটক করা হয়েছে তারা প্রত্যেকেই মণিপুরের বাসিন্দা। আটক তিনজনের নাম জানিয়েছে পুলিশ। তারা মণিপুরের তামংলং পাইথলের প্রয়াত জনৈক মাঙ্গা সিংসনের ছেলে লেন সিংসন (৩৮), একই এলাকার প্রয়াত নাগমা সিংসনের মেয়ে এবং মিমিন সিংসনের স্ত্রী থেমনু সিংসং (৩৪) এবং তৃতীয়জন মণিপুরের জিরিবাম উচাতলের এসাক মার (২৩)।

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে চোরাবাজারে উদ্ধারকৃত হেরোইনগুলির মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা হবে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের এসডাপিও অনুরাগ শর্মা।

এখানে উল্লেখ্য, অসম-মণিপুর সীমান্ত এলাকা থেকে গত দুমাসে কয়েকজন নেশা কারবারি-সহ প্রায় কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত করেছে পুলিশ।