BRAKING NEWS

চা শ্রমিকদের সমস্যা নিয়ে কমিশনারকে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ কর্মহীন হয়ে পড়ছেন চা শ্রমিকরা৷ কিন্তু শ্রম কমিশনার সমস্যা শুনতেই চাইছেন না৷ তাই আজ বিনা অনুমতিতে বলপূর্বক শ্রম কমিশনার কার্যালয়ে ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা চা মজদুর ইউনিয়ন৷


ইউনিয়নের সভাপতি প্রাক্তন বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, বহুবার চিঠি দিয়ে শ্রম কমিশনারের সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছি৷ কিন্তু, তিনি সময় দিচ্ছেন না৷ এমন-কি ব্যস্ততার জন্য সময় দিতে পারবেন না সেই সৌজন্যতাও দেখাচ্ছেন না তিনি৷ তাই, আজ বিনা অনুমতিতে বলপূর্বক ডেপুটেশনের সিদ্ধান্ত নিয়েছি৷ আমাদের সমস্যা শুনতে না চাইলে ঘেরাও করার মনস্থ করেছি৷ বৃহস্পতিবার তিনি বলেন, ৪টি চা বাগান পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে৷ ওই চা বাগানগুলি ত্রিপুরা সরকার দায়িত্ব নিক, আমরা চাইছি৷ পাশাপাশি, চা শ্রমিক ও অন্যান্যদের মজুরি বৃদ্ধির দাবি জানাচ্ছি৷

তাঁর কথায়, চা বাগান থেকে রবার বাগানে রূপান্তর বন্ধ হোক, এতে সরকারের হস্তক্ষেপ খুবই প্রয়োজন৷ তাছাড়া, চা শ্রমিকদের আবাসন সংস্কারের প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে৷ তিনি বলেন, চা শ্রমিকদের চিকিৎসা খরচ, সন্তানদের পড়াশুনা-সহ অন্যান্য সমস্যা সমাধানে ত্রিপুরা সরকারের কাছে দাবি জানাচ্ছি৷ ওই সমস্ত দাবি দীর্ঘদিন ধরে শ্রম কমিশনারকে জানানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, আক্ষেপ করে বলেন তিনি৷


তিনি জানান, শ্রম কমিশনারের অবর্তমানে যুগ্ম শ্রম কমিশনারের সাথে দেখা করে সমস্ত সমস্যা তুলে ধরা হয়েছে৷ অবিলম্বে সমস্যা সমাধানে আন্তরিক উদ্যোগের দাবি জানানো হয়েছে৷ তিনি বলেন, চা শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছেন, অথচ সরকারের কোনও ভূমিকা থাকবে না, তা মোটেও গ্রহণযোগ্য নয়৷ তিনি মনে করেন, তাঁদের সমস্ত দাবি ত্রিপুরা সরকার বিবেচনা করবে৷ নইলে আন্দোলনের হুমকি দিয়েছেন বীরজিৎ সিনহা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *