নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ঃ এনডিপিএস অ্যাক্ট সংশোধন করে গাঁজাকে আইনসিদ্ধ করার দাবি জানিয়েছে জনজাগরন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন৷ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী বুধবার সাংবাদিক সম্মেলনে জানান, গাঁজাকে নেশাজাতীয় দ্রব্য হিসেবে ব্যবহার না করে ওষুধী ও শিল্প হিসেবে গন্য করা যেতে পারে৷
এজন্য রেগুলেটারী অথরিটি গঠনের জন্য দেশের প্রধানমন্ত্রীর কাছে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷ গাঁজা যাতে কোনভাবেই নেশা জাতীয় সামগ্রী হিসেবে ব্যবহার করা না যায় সেজন্য আইনি সংস্থান রাখারও দাবি জানানো হয়েছে৷ গাঁজাকে মানব কল্যানে ব্যবহারের উপর স্বেচ্ছাসেবী সংগঠনটি গুরুত্বারোপ করেছে৷