নয়াদিল্লি, ১০ মার্চ (হি. স.) : মধ্যপ্রদেশের পরিস্থিতি নিয়ে দিল্লিতে বৈঠকে বসলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে বৈঠকে উপস্থিত নরেন্দ্র মোদী, অমিত শাহ। বৈঠকে হাজির বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজনাথ সিং, নীতিন গডকড়ি। বৈঠকে রয়েছেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। বিজেপির রাজ্যসভার প্রার্থী নির্বাচন নিয়ে আলোচনায় শীর্ষ নেতারা।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ কংগ্রেসের ২২ বিধায়কের ইস্তফায় মধ্যপ্রদেশের কমলনাথ সরকার মুখ থুবড়ে পড়েছে। কংগ্রেসে বড়সড় ভাঙন ধরানোয় উচ্ছ্বসিত গেরুয়া শিবির। রাজ্যসভার ভোটের আগে এই দলবদল বিজেপিকে বড় সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই মধ্যপ্রদেশে মহাসঙ্কটে রয়েছে কমলনাথের সরকার। মধ্যপ্রদেশের কমলনাথের সরকার পড়ে যাওয়ার মুখে। ইস্তফা দিয়েছেন মধ্যপ্রদেশের ২২ কংগ্রেস বিধায়ক। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে তাঁরা যোগ দিচ্ছেন বিজেপিতে।